পানাগড় ,26 জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পানাগড় রেল স্টেশনে সকাল থেকেই চলছে বিশেষ নজর দারি ৷ পানাগড় রেল স্টেশন চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷ স্টেশন চত্বরে নজর রাখছে রেল পুলিশের সঙ্গে সেনাবাহিনীর জওয়ানরা ৷ সকাল থেকেই পানাগড় স্টেশন চত্বর ও এই স্টেশনে দাঁড়ানো ট্রেনগুলির দিকে নজরদারি চালাতে দেখা যায় সেনাবাহিনীকে ৷ চলছে টহলদারি ৷
পানাগড় স্টেশনে সেনা জওয়ানদের নজরদারি - যাত্রীদের লাগেজে তল্লাশি
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পানাগড় রেল স্টেশনে সকাল থেকেই চলছে বিশেষ নজরদারি ৷
পানাগড় স্টেশন
অন্যদিকে গতকাল সন্ধ্যা থেকেই দুর্গাপুর স্টেশনে চলে রেলপুলিশের তল্লাশি ৷ যাত্রীদের লাগেজে তল্লাশি চালানোর সঙ্গে পুলিশ কুকুর নিয়ে স্টেশন চত্বর ও ট্রেনের কামরায় তল্লাশি চালানো হয় ৷
যাত্রী নিরাপত্তা ও সুরক্ষায় যাতে এতটুকুও ফাঁক না থাকে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে ৷
সাধারণতন্ত্র দিবসে নাশকতামূলক কাজ রুখতেই যে এই বিশেষ নজরদারি তা স্পষ্ট ৷