পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Officer And Sex worker Viral Video : যৌনকর্মীকে মারধর পুলিশ অফিসারের, ভাইরাল ভিডিয়ো

যৌনকর্মীকে পুলিশ অফিসারের মারধরের ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে ৷ স্থানীয় মহকুমা শাসক কুমার চৌধুরীর কাছে ইমেল মারফৎ অভিযোগ দায়ের (Police Officer And Sex worker Viral Video) ৷

Police Officer And Sex worker Viral Video
মহিলা যৌনকর্মীকে মারধোর পুলিশ অফিসারের

By

Published : Mar 21, 2022, 1:30 PM IST

দুর্গাপুর, 21 মার্চ: পুলিশের দাদাগিরির ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে ৷ স্থানীয় এক যৌনকর্মীকে লাঠিপেটা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ মহকুমা শাসক শেখর চৌধুরীর কাছে ইমেল মারফৎ অভিযোগ দায়ের (Police Officer And Sex worker Viral Video) ৷

আরও পড়ুন:Bangaon Road Block : মহিলাকে মারধর-দোকান ভাঙচুর, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে অবরোধ বনগাঁয়

আক্রান্ত ওই যৌনকর্মীর অভিযোগ, গত বছর দুর্গাপুজোর সময় ওয়ারিয়া ফাঁড়ির ওই পুলিশ অফিসার এলাকার এক যৌনকর্মীর উপর চড়াও হয় ৷ সেইসঙ্গে মারধর করে ৷ এমনকী ওই যৌনকর্মীর কাছে থাকা তার 7 বছরের ছেলেকেও মারধর করে পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় ওই যৌনকর্মী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হন ৷

অভিযুক্ত ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যেই গর্জে উঠেছেন কাদাপাড়া রেডলাইট এলাকার যৌনকর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details