পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের - road collapsed at jk nagar coal mine area

আজ সকালে রানিগঞ্জে ইসিএলের জেকে নগর কোলিয়ারির বেলিয়া বাথান গ্রামের রাস্তায় ধস নামে । যা নিয়ে সকাল থেকে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী । কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ।

Raniganj
Raniganj

By

Published : Sep 2, 2021, 4:13 PM IST

Updated : Sep 2, 2021, 5:07 PM IST

রানিগঞ্জ, 2 সেপ্টেম্বর : কোলিয়ারির কাছেই গ্রাম ৷ প্রায়ই রানিগঞ্জের জেকে নগর কোলিয়ারির বেলিয়া বাথান গ্রামে ধস নামে ৷ ইসিএল কর্তৃপক্ষকে বারবার বলেও লাভ হয়নি ৷ বৃহস্পতিবার ফের গ্রামের রাস্তায় ধস দেখা যায় ৷ এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে ৷ সমস্যার সমাধান না করে উল্টে গ্রামবাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় বিক্ষোভ ফেটে পড়েন বেলিয়া বাথান গ্রামের বাসিন্দারা ৷ ইট, পাথর, ড্রাম দিয়ে পথ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷

আজ সকালে রানিগঞ্জে ইসিএলের জেকে নগর কোলিয়ারির বেলিয়া বাথান গ্রামের রাস্তায় ধস নামে । যা নিয়ে সকাল থেকে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী । কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । খবর পেয়ে ইসিএল কর্তৃপক্ষ কোলিয়ারিতে পৌঁছায় । গ্রামবাসীদের সঙ্গে চলে বচসা । কোলিয়ারি বন্ধের হুমকি দেয় ইসিএল কর্তৃপক্ষ । গ্রামবাসীদের সমস্যার সমাধান না করেই এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । ঘটনাস্থলে আসে ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী । গ্রামবাসীরা লাঠিসোটা, ইট-পাথর, ড্রাম দিয়ে ইসিএল আধিকারিকদের গাড়ি আটকানোর চেষ্টা করে । বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় । কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফেরেন ইসিএল আধিকারিকরা ৷

আরও পড়ুন : Coal India Limited : ভারতের প্রথম মহিলা কোল মাইন ইঞ্জিনিয়ার হলেন ঝাড়খণ্ডের আকাঙ্খা কুমারী

গ্রামবাসীদের অভিযোগ, 2019 সাল থেকে কয়লাখনির জন্য বেলিয়া বাথান গ্রাম-সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে । বহুবার চিঠি দেওয়া হয়েছে ইসিএল কর্তৃপক্ষকে । কিছুই লাভ হয়নি । তাই আজ বিক্ষোভে সামিল হতে বাধ্য হন গ্রামবাসীরা । ইসিএল কর্তৃপক্ষ গ্রামবাসীর সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ । ইসিএল কর্তৃপক্ষকে সমস্যার কথা বললে কর্ণপাত করতে চাইছে না । ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ধাক্কাধাক্কি করে বলেও অভিযোাগ । এই ঘটনা নিয়ে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Last Updated : Sep 2, 2021, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details