পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদ্যুৎ বিভাগের গাড়িতে মদ পাচারের চেষ্টা ! বিক্ষোভ - coronavirus

বিদ্যুৎ বিভাগের জরুরি কাজে ব্যবহৃত গাড়িতে মদ পাচারের চেষ্টা । বুঝতে পেরে গাড়ি আটকে দেন দুর্গাপুরের কাঁটাবেড়িয়া গ্রামের বাসিন্দারা ।

দুর্গাপুর
দুর্গাপুর

By

Published : Apr 30, 2020, 4:24 PM IST

দুর্গাপুর, 30 এপ্রিল : বিদ্যুৎ বিভাগের গাড়ি করে দেশি মদ পাচারের চেষ্টার অভিযোগ উঠল । বাসিন্দারা বুঝতে পেরেই সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন । দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার কাঁটাবেড়িয়া গ্রামের ঘটনা । অভিযোগ, লকডাউনের মাঝে এভাবেই মদ পাচার হচ্ছে । আর তা চড়া দামে বিক্রি হচ্ছে । আবগারি ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা না আসা পর্যন্ত গাড়ি আটকে রাখা হবে বলে জানান সেখানকার বাসিন্দারা ।

লকডাউনের জেরে বন্ধ রয়েছে মদের দোকান । কিন্তু, দোকান বন্ধ থাকলেও একাধিক জায়গায় লুকিয়ে মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ । চার-পাঁচ গুণ বেশি দামে এই মদ বিক্রি করার অভিযোগ উঠতে থাকে । এর মাঝেই বিদ্যুৎ বিভাগের জরুরি পরিষেবার কাজে ব্যবহৃত গাড়িতে করে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার ধবনি গ্রাম থেকে দেশি মদ নিয়ে যাওয়া হচ্ছিল । তবে গাড়িটি কোথায় যাচ্ছিল জানা না গেলেও কাঁটাবেড়িয়া গ্রামের বাসিন্দারা তা আটকে দেন । গাড়ির চালক ও খালাসি পালিয়ে গেলে দেখা যায় গাড়ির পিছনে মদ রাখা রয়েছে । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের বাসিন্দারা সামাজিক দূরত্ব ভুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের অভিযোগ, লকডাউনে তিন থেকে চারগুণ বেশি দামে মদ বিক্রি হচ্ছে । অথচ এত অভিযোগের পরও আবগারি বিভাগের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় ফরিদপুর থানার পুলিশ । পরে গ্রামবাসীদের বোঝাতে ঘটনাস্থানে যান দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের সভাপতি সুজিত মুখোপাধ্যায় । কিন্তু বাসিন্দারা জানান, যে গাড়িটি তারা আটকেছে সেটি বিদ্যুৎ দপ্তরের কাজের জন্য ব্যবহৃত । বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থানে যেতে হবে । চালক ও খালাসিকে গ্রেপ্তার করতে হবে । পাশাপাশি আবগারি দপ্তরের আধিকারিকদেরও ঘটনাস্থানে আসার দাবি করেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details