দুর্গাপুর, 14 জুন: এবার পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উলট পুরাণ ৷ এর আগের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে বিডিও অফিস কিংবা মহকুমা শাসকের দফতরে পৌঁছাতে পারেননি শাসকদলের হুমকির জেরে, এমনই অভিযোগ উঠেছিল ৷ কিন্তু, এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে মঙ্গলবার পর্যন্ত দুর্গাপুর মহকুমার চারটি ব্লকে দেখা গেল অন্য ছবি ৷ নির্বিঘ্নে বিজেপি, সিপিএম ও কংগ্রেস-সহ অন্যান্য প্রার্থীরা মনোনয়ন তুললেন ও দাখিল করলেন ৷ আর তাঁদের নিরাপত্তা দিয়ে বিডিও ও মহকুমা শাসকের দফতরে নিয়ে গেল স্বয়ং গ্রামবাসীরা ৷ উদ্দেশ্য একটাই, তাঁরা সবাই ভোট দিয়ে নিজেদের পছন্দের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য নির্বাচন করতে চান ৷
মঙ্গলবার পর্যন্ত কাঁকসায় 157 জন সিপিআইএম প্রার্থী মনোনয়ন পেশ করেছেন ৷ আর গেরুয়া শিবির থেকে মনোনয়ন পেশ করেছেন মোট 92 জন প্রার্থী ৷ কংগ্রেসের পক্ষ থেকে জমা পড়েছে 4 জনের নাম ৷ আর একজন নির্দল প্রার্থী মনোনয়ন পেশ করেছেন ৷ অন্যদিকে কাঁকসা ব্লকে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত শাসকদলের পক্ষ থেকে মাত্র 38 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ কাঁকসা ব্লকে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন জমা পড়েছে 292 গ্রাম সংসদের আসনে ৷ পঞ্চায়েত সমিতির আসনে সিপিএম-এর 19 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা করেছে ৷ পঞ্চায়েত সমিতিতে কাঁকসা ব্লকে সবচেয়ে বেশি 22 জন বিজেপি প্রার্থী মনোনয়ন পেশ করেছেন ৷ কংগ্রেসের পক্ষ থেকে 2টি পঞ্চায়েত সমিতির মনোনয়নপত্র পেশ হয়েছে ৷ তৃণমূলের একজন প্রার্থী পঞ্চায়েত সমিতির মনোনয়নপত্র দাখিল করেছেন ৷
দুর্গাপুর মহকুমার খনি অঞ্চল অন্ডাল ব্লক । এখানেও তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে সিপিএম ৷ এখানকার গ্রাম সংসদে 106 জন সিপিএম প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ আর তৃণমূল প্রার্থীরা 65টি আসনে মনোনয়ন পেশ করেছেন ৷ অন্ডাল ব্লকে বিজেপির পক্ষ থেকে 40টি আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছে ৷ কংগ্রেস করেছে 4টি ও ফরওয়ার্ড ব্লকের তরফে 3টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে ৷ অন্ডাল ব্লকে মঙ্গলবার পর্যন্ত পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12 জন, সিপএম-এর 9 জন, বিজেপির 15 জন, ফরওয়ার্ড ব্লকের একজন মনোনয়ন পেশ করেছেন ৷
আরও পড়ুন:নেই তৃণমূল, 'উৎসবের মেজাজে' মনোনয়ন জমা চলেছে বিরোধীদের
দুর্গাপুর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গাপুর-ফরিদপুর ব্লকে গ্রাম সংসদের নির্বাচনে পদ্ম শিবিরের 25 জন , সিপিএম 46 জন, তৃণমুল কংগ্রেসের 69 জন, নির্দল একজন এবং অন্যান্য 5 জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন ৷ এই ব্লকে মোট 144 জন প্রার্থী এখনও পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৷ এখানকার পঞ্চায়েত সমিতির আসনে এখনও পর্যন্ত মনোনয়ন পেশ করেছেন বিজেপির 6 জন, সিপিএম-এর 11 জন এবং তৃণমুল কংগ্রেসের 12 জন প্রার্থী ৷
দুর্গাপুর মহকুমার পান্ডবেশ্বর খনি অঞ্চল বলে চিহ্নিত ৷ বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি এই অঞ্চলে হিন্দিভাষী মানুষের বসবাস অনেক বেশি ৷ এই ব্লকের গ্রাম সংসদ নির্বাচনে গেরুয়া শিবিরের 19 জন প্রার্থী মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৷ সিপিএম-এর 38 জন, তৃণমূল কংগ্রেসের 85 জন ও অন্যান্য 3 জন মনোনয়নপত্র দাখিল করেছেন ৷ এই ব্লকের পঞ্চায়েত সমিতিতে বিজেপি 4টি আসনে, সিপিএম 7টি, তৃণমূল 12টি আসনে প্রার্থীদের মনোনয়ন জমা পড়েছে ৷