পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tarun Majumdar Demise: বামেদের সমর্থনে কয়েকবছর আগেও প্রচার করেছিলেন তরুণ মজুমদার - বামেদের হয়ে প্রচারে গিয়েছিলেন কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার

নিভেছে ‘ভালোবাসার বাড়ি’র ‘আলো’ ৷ আজ না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন ‘জীবনপুরের পথিক’ ৷ স্তব্ধ টলিপাড়া থেকে রাজনৈতিক মহল ৷ শোক প্রকাশ মুখ্যমন্ত্রী থেকে সিপিআইএম নেতৃত্বদের ৷ মৃত্যুতে মিলল ঘাসফুল ও কাস্তে-হাতুরি-তারা ৷ কলকাতার এসএসএসকেএম হাসপাতালে 91 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী তরুণ মজুমদার (Director Tarun Majumdar) ৷

Tarun Majumdar Demise
বামেদের সমর্থনে কয়েকবছর আগে প্রচার করেছেন প্রয়াত তরুণ মজুমদার

By

Published : Jul 4, 2022, 9:04 PM IST

দুর্গাপুর, 4 জুলাই: বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি তরুণ মজুমদার প্রয়াত হয়েছেন সোমবার সকালে (Tarun Majumdar Passes Away) ৷ শেষবারের জন্য দেখতে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) হাজির হয়েছিলেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ একঝাঁক বামপন্থী রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন ৷ কারণ, প্রয়াত এই চিত্র পরিচালক বামপন্থী ছিলেন ৷ 2019 সালে ইস্পাত নগরীতে বামেদের হয়ে প্রচারে গিয়েছিলেন কিংবদন্তি পরিচালক ৷ সেই সময় দুর্গাপুরের সিপিআইএম প্রার্থী ছিলেন আভাস রায়চৌধুরী (Director Tarun Majumdar)৷

আজ ‘পলাতক’ ‘শ্রীমান পৃথ্বীরাজ’ ৷ কিন্তু তাঁর দুর্গাপুরের সেই প্রচারের স্মৃতি আঁকড়ে ইস্পাত নগরীর বাসিন্দারা । আগাগোড়া বামপন্থী তরুণ মজুমদার 2019-এ ভোট প্রচারে গিয়েই আরএসএস ও বিজেপি-র বিরুদ্ধাচারণ করার পাশাপাশি রাজ্যেও ‘ফ্যাসিস্ট সরকার’ চলছে বলে তোপ দেগে ছিলেন। তরুণবাবুর সঙ্গে সঙ্গে টেলিমিডিয়া ও চলচিত্র জগতের অনেকেই সেদিন দুর্গাপুর ইস্পাত নগরীর আশীস মার্কেট-সহ আরও দু’-একজায়গায় আভাস রায় চৌধুরীর সমর্থনে গলা ফাটিয়েছিলেন।

2019-এ সিপিআইএমের সমর্থনে একটি প্রচারে প্রয়াত তরুণ মজুমদার

আরও পড়ুন: বাংলার সমাজজীবনের বড় ক্ষতি হল, তরুণ মজুমদারের প্রয়াণে মন্তব্য সুজনের

‘দাদার কীর্তি‘ নির্মাতার গলায় সেদিন শোনা গিয়েছিল আমাদের দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাও ৷ তরুণ মজুমদার-সহ অন্যান্য সিনে অভিনেতাদের দেখতে ও তাঁদের কথা শুনতে সেদিন দুর্গাপুর স্টিল টাউনশিপের বহু মানুষ এসে হাজির হয়েছিলেন । আজ তরুণ মজুমদারের মহাপ্রয়াণের পরে সেই ছবি আর ভাষণের কথাগুলো রয়ে গিয়েছে । দুর্গাপুরের বাম নেতাদের স্মৃতিচারণার মধ্যে আজও ‘তরুণ’ প্রয়াত তরুণ মজুমদার ৷

ABOUT THE AUTHOR

...view details