দুর্গাপুর, 8 অগস্ট : গাড়ির সামনে ইংরেজিতে লেখা 'ন্যাশনাল আ্যন্টি ক্রাইম' ৷ দুর্গাপুরে বেশ কিছুদিন ধরেই এই স্টিকার লেখা চারচাকা গাড়ি ঘুরে বেড়াচ্ছে ৷ শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের মহকুমা আদালত চত্বরে এই গাড়িটি দেখে সন্দেহ হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের ৷ তৎক্ষণাৎ গাড়ি-সহ চালককে ধরে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ ৷
জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গাড়ির চালক কলকাতার জোড়াসাঁকোর বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার ওরফে গৌতম নামের এক ব্যক্তি । দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি ৷
তবে ধৃত ইন্দ্রজিৎ সরকারের অবশ্য দাবি, আদালতের নির্দেশে বেসরকারি সংস্থার মাধ্যমে তারাও পুলিশের পাশাপাশি অপরাধমূলক কাজকর্ম রুখতে কাজ করছে ।
দুর্গাপুরে ধরা পড়ল ন্যাশনাল অ্যান্টি ক্রাইম স্টিকার লাগানো গাড়ি কিন্তু প্রশ্ন উঠছে কোনও বেসরকারি সংস্থা কি এই ধরনের কাজ করতে পারে ? ইন্দ্রজিতের কথায় সন্তুষ্ট না হয়ে পুলিশ এই ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে । সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷
আরও পড়ুন :National Anthem controversy : বিজেপি বিধায়ক করমর্দন করছেন, হুইসেল বাজিয়ে জাতীয় সঙ্গীত থামালেন রেফারি