পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডালে সরকারি পোল্ট্রি ফার্মে ভাঙচুর , চুরি

এর মধ্যেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহায়তার জন্য তৈরি পোলট্রি ফার্মটির উদ্বোধনের কথা ছিল । কিন্তু, তার মাঝেই সেটিতে ভাঙচুর চালানো হল ।

Andal
অণ্ডাল

By

Published : May 8, 2020, 12:06 AM IST

দুর্গাপুর ,7 মে : 100 দিনের প্রকল্পে তৈরি হয়েছিল একটি পোল্ট্রি ফার্ম ৷ মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই ফার্ম তৈরি করা হয়েছিল ৷ আজ সকালে স্থানীয়রা দেখেন যে ওই ফার্মে ভাঙচুর চালানো হয়েছে ৷ পাশাপাশি ফার্মের টিনের শেড চুরি হয়ে গেছে ৷ অন্ডাল থানা এলাকার উখড়ার চনচনি কোলিয়ারি এলাকার ঘটনা ।


গত বছরের শেষের দিকে অন্ডাল থানা এলাকার উখড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি পোল্ট্রি ফার্ম তৈরি করা হয় । প্রকল্পটি তৈরি করতে আনুমানিক 1 লাখ 30 হাজার 369 টাকা ব্যয় হয় । স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই পোল্টি ফার্ম তৈরি হয় । কিন্তু বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন , ওই পোল্ট্রি ফার্মে ভাঙচুর চালানো হয়েছে । এই পোল্ট্রি ফার্ম উদ্বোধন হওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে তাতে বাধা পড়ে । উদ্বোধনের আগেই লাখ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই পোল্ট্রি ফার্মে কে বা কারা ভাঙচুর চালাল ? তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে উখড়া ফাঁড়িতে । উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ জানান ,"শীঘ্রই প্রকল্পটির উদ্বোধন হওয়ার কথা ছিল । কিন্তু কে বা কারা এই পোল্ট্রি ফার্মে ভাঙচুর চালানোর সঙ্গে সঙ্গে টিন চুরি করে নিয়ে পালিয়েছে ,তা বোঝা যাচ্ছে না । আমরা পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details