আসানসোল, 4 জানুয়ারি:কম্বল নিয়ে বচসার জেরে মানসিক ভারসাম্যহীনের মারে মৃত্যু হল এক ভবঘুরের (Vagabond Killed by Mentally Unstable Person in Asansol) ৷ আসানসোল রবীন্দ্রভবনের সামনে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ৷ রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহের নিরাপত্তারক্ষীরা ওই মানসিক ভারসাম্যহীনের ভয়ে তটস্থ হয়ে থাকত । নিরাপত্তারক্ষী ব্রিজকিশোর সাউয়ের দাবি, বিএনআর মোড়ে রবীন্দ্রভবন বাসস্ট্যান্ড ভাঙচুর করার চেষ্টা করে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি । পাশাপাশি ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ভবঘুরেকেও লাঠি পেটা করে । বৃহস্পতিবার সকালে ফুটপাথ থেকেই উদ্ধার হয় ওই ভবঘুরের দেহ ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । যে স্থানে ভবঘুরে শুয়ে ছিল, সেখানে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায় । যদিও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পোস্টের আধিকারিকের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ভবঘুরের । অন্যদিকে বৃহস্পতিবার বেলার দিকেও দেখা যায় ওই মানসিক ভারসাম্যহীন ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে ৷ এর অনেকটা সময় পর পুলিশ তাকে আটক করে ৷
এই ঘটনার পরই হইচই পড়ে যায় আসানসোল রবীন্দ্রভবন এলাকায় (Asansol News)। রবীন্দ্রভবনের নিরাপত্তারক্ষী ব্রিজকিশোর সাউ বলেন, "গতকাল রাত্রে আমি রবীন্দ্রভবনে পাহারার দায়িত্বে ছিলাম । সেই সময় দেখি মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি রবীন্দ্রভবনের উলটো দিকে বাসস্ট্যান্ড ভাঙচুরের চেষ্টা করছে । আমি বাধা দিতে গেলে সে লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসে । এরপর ভয়ে আমি রবীন্দ্রভবনে ঢুকে যাই । কিছুক্ষণ পর দেখি রবীন্দ্রভবনের বাইরে ফুটপাথে থাকা ভবঘুরেকে ওই ব্যক্তি লাঠি দিয়ে পেটাচ্ছে । আমি আর ভয়ে বের হতে পারিনি । সকালে শুনতে পাই ওই ভবঘুরের মৃত্যু হয়েছে ।"
আরও পড়ুন :রাস্তায় ইট দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন মানসিক ভারসাম্যহীনের