আসানসোল, 7 ডিসেম্বর: দুর্গাপুর ইস্পাত কারখানার পর, এবার সেলের ইস্কো কারখানায় শ্রমিকের মৃত্যু ৷ মঙ্গলবার রাতে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক ঠিকা কর্মী ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই ওই শ্রমিকের মৃত্যু হয় (Unnatural Death of A Worker at IISCO Factory in Asansol) ৷ মৃত শ্রমিকের নাম সুজয় শীল। বয়স 40 বছর ৷ বুধবার সকাল থেকে এই খবর ঘিরে চাঞ্চল্য ছড়ায় বার্ণপুর শিল্পাঞ্চলে ৷ সুজয় শীলের মৃত্যুর আসল কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷
ইস্কো সূত্রে জানা গিয়েছে, প্রায় 27 ফুট উঁচুতে কনভার্টারে কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক ৷ সেই সময় তিনি হঠাৎই অস্বস্তিবোধ করেন ৷ অন্যান্য শ্রমিকদের দাবি সুজয় শীলের নাকে গ্যাস লেগে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ৷ এরপর তাঁকে ইস্কো কারখানার ভিতরে থাকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অক্সিজেন দেওয়া হয় ৷ কিন্তু সুস্থ হননি তিনি ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ সেখান থেকে বার্ণপুর ইস্কো হাসপাতালে সুজয় শীলের দেহ নিয়ে আসা হয়েছে ৷