পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prophet Remarks Row : অভিনব প্রতিবাদ কাঁকসায়, পুষ্পবৃষ্টি করে পুলিশকে ধন্যবাদ - পুষ্পবৃষ্টি করে পুলিশকে ধন্যবাদ

বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একযোগে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদ করে শান্তিপূর্ণ মিছিল করল কাঁকসায় (Prophet Remarks Row)৷ পুষ্পবৃষ্টি করা হল পুলিশে ওপর এবং তাদের হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া (unique protest in Kanksa)।

unique protest in Kanksa on Prophet Remarks Row
Prophet Remarks Row

By

Published : Jun 13, 2022, 2:45 PM IST

দুর্গাপুর, 13 জুন : নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভ হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে । পথে নেমে, রাস্তা আটকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় । কিন্তু এবার এক অভিনব প্রতিবাদ দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকায় (unique protest in Kanksa)।

বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একযোগে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদ করে শান্তিপূর্ণ মিছিল করল কাঁকসায় ৷ দেওয়া হল শান্তির বার্তা । এরপর পুষ্পবৃষ্টি করা হল পুলিশের ওপর এবং তাদের হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া ।

কাঁকসায় পুলিশের ওপর করা হল পুষ্পবৃষ্টি

প্রশাসনের কাছে আবেদন করা হয়, যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের শাস্তি দিতে হবে ৷ আর দেখতে হবে, যাতে রাজ্য ও কাঁকসার সব মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারেন ৷ ‌আগামিদিনে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ না তৈরি হয়, সেদিকেও যেন প্রশাসন নজর দেয় এবং সকলের কাছে এই আবেদন রাখে এলাকার মানুষ (Prophet Remarks Row)।

আরও পড়ুন: Prophet Remarks Row : বেথুয়াডহরী স্টেশনে ট্রেনে ভাঙচুর, চার ঘণ্টা পরেও আতঙ্কে যাত্রীরা

এদিন মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় । পিলু খান ও পল্লব বন্দ্যোপাধ্যায় মতো মানুষরা কাঁকসার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে, সেই আবেদন কাঁকসা প্রশাসনের কাছে রাখেন ।

ABOUT THE AUTHOR

...view details