পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kapil Patil: রাজ্য সরকার অচ্ছুতের মতো ব্যবহার করছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

এই রাজ্যের সরকার তাঁর সঙ্গে অচ্ছুতের মতো আচরণ করছে, রবিবার এই অভিযোগ করেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল (union minister Kapil Moreswar Patil) ।

ETV Bharat
Kapil Patil

By

Published : Dec 4, 2022, 9:39 PM IST

জামুড়িয়া, 4 ডিসেম্বর: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । পঞ্চায়েত নির্বাচনকে নজর রেখে বিজেপি'র হয়ে রাজ্য জনসংযোগে এসেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল (union minister Kapil Moreswar Patil) । রবিবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার হিজলগোড়া পঞ্চায়েত এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি ৷ কথা বললেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে । বিজেপির কর্মী-সমর্থকরা তাঁকে ফুলের স্তবক দিয়ে সম্মান জানান ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে কপিল মোরেশ্বর বলেন (union minister Kapil Moreswar patil criticises TMC Govt),"আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়া বিধানসভার এক প্রত্যন্ত গ্রামে এসেছি । প্রত্যেকটি বুথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলব । তাঁদের সমস্যার কথা শুনব । এলাকার মানুষজন তাদের সমস্যার কথা ভয়ে বলছে না । এই রাজ্যে এতই আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ । দেখে আশ্চর্য হচ্ছি । আমি শুনেছি পশ্চিমবঙ্গে বিরোধীদের ভোটে দাঁড়াতে দেওয়া হয় না । নির্বাচনের ফর্ম ভরতে দেওয়া হয় না । তামিলনাড়ুতে বিজেপি সরকার নেই । অন্ধপ্রদেশেও বিজেপি সরকার নেই । তেলেঙ্গানাতেও বিজেপি সরকার নেই । কিন্তু এই রাজ্যের মতো অচ্ছুৎ ব্যবহার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কেউ করে না । কেন্দ্র থেকে কোনও প্রতিনিধি বা মন্ত্রী এলে সেই রাজ্য সরকারের প্রতিনিধি তাদের সঙ্গে থাকে । তাদের সমস্যার কথা বলে । কিন্তু এখানে তার উলটো চিত্র দেখা যাচ্ছে ।"

রাজ্য সরকার অচ্ছুতের মতো ব্যবহার করছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

আরও পড়ুন:কেন্দ্রের টাকার মাত্র 40 শতাংশ খরচ হয়েছে গ্রামোন্নয়নে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details