পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 10, 2019, 10:07 AM IST

ETV Bharat / state

তথ্য প্রকাশ করে ট্রোলিংয়ের জবাব বাবুলের

বাস স্ট্যান্ডের যাত্রী শেড নিয়ে বাবুল সুপ্রিয়কে ট্রোলড করা হয়েছিল । এর জবাব দিতে বাবুল সুপ্রিয় যাত্রী শেডের সমস্ত তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ।

যাত্রী শেড

আসানসোল, 10 জুলাই : সাংসদ তহবিলের টাকায় তৈরি বাস স্ট্যান্ডের যাত্রী শেড নিয়ে বাবুল সুপ্রিয়কে ট্রোলড করা হয়েছিল । এর জবাব দিতে বাবুল সুপ্রিয় যাত্রী শেডের সমস্ত তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । যাত্রী শেডটি নির্মাণ হয়েছে ADDA-র তত্ত্বাবধানে ।

ADDA-এর দরপত্র
গত দু'দিন ধরে যাত্রী শেডের ছবি ভাইরাল হয় । ফলকে দেখা যায় 7 লাখ 71 হাজার 419 টাকা ব্যয়ে শেডটি তৈরি হয়েছে । শেডটি তৈরি হতে এই পরিমাণ টাকা খরচ হয়নি বলেই দাবি ওঠে । এই দাবি তুলে তৃণমূলের তরফে ফেসবুকে একটি পোস্টও করা হয়েছিল । এরপরই বাবুল যাত্রী শেড তৈরির পুরো তথ্য প্রকাশ করলেন । বাবুলের দাবি, ADDA টেন্ডার ডেকেছিল ।

বাবুলের পোস্টে নতুন করে জল্পনা তৈরি হল । যদিও ADDA চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি ।

ABOUT THE AUTHOR

...view details