সালানপুর (আসানসোল),23 সেপ্টেম্বর:রেললাইনের ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ । শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই আসানসোলর সালানপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ রেল লাইনের ধারে একটি জঙ্গলের মধ্যে পড়েছিল । খবর পেয়ে রেলপুলিশ এবং আরপিএফ ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা জানা যায়নি ।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের প্রথম ঘটনাটি চোখে পড়ে ৷ তাঁরাই প্রথম দেখতে পান সালানপুর এবং দেন্দুয়ার মাঝে রেললাইনের পাশে একটি ঝোপের মধ্যে একটি দেহ পড়ে আছে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে আরপিএফ এবং রেল পুলিশ । পুলিশ এসে দেহটি উদ্ধার করে । সেই মোতাই রেল পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য । কীভাবে ওই ব্যক্তির মৃতদেহ রেললাইনের ধারে ঝোপের মধ্যে পড়ল তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে ।