জামুড়িয়া, 19 অক্টোবর : জামুড়িয়ার তপসি ব্রিজের নির্মাণকাজ চলাকালীন আজ দুপুরে মাটির নিচ থেকে জল বের হতে থাকে । ভূগর্ভস্থ থেকে জল বেরোনোর ফলে বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়ক নির্মাণের কাজ ।
জামুড়িয়ায় অবাধে বেরোচ্ছে ভূগর্ভস্থ জল, বন্ধ জাতীয় সড়ক নির্মাণের কাজ - বন্ধ জাতীয় সড়ক নির্মাণের কাজ
ওভারব্রিজ তৈরির কাজের সময় পিলারের জন্য মাটি কাটা হলে হঠাৎই বিকট শব্দ করে অবাধে বেরিয়ে আসে জল । জল বেরোনোর জেরে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক নির্মাণের কাজ ।
construction disrupts
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 60 নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছিল । একইসঙ্গে তৈরি হচ্ছে ওভারব্রিজও । ওভারব্রিজ তৈরির কাজের সময় পিলারের জন্য মাটি কাটা হলে হঠাৎই বিকট শব্দ করে অবাধে বেরিয়ে আসে জল । জল বেরোনোর জেরে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক নির্মাণের কাজ ।
বিষয়টি জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানান স্থানীয় বাসিন্দারা । তবে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষাণু রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
Last Updated : Oct 20, 2020, 6:49 AM IST