পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েতের আবহে ছাতা ধরা নিয়ে রাজনীতিতে সরগরম দুর্গাপুর - Trinamool Congress

তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের মাথায় পুলিশের ছাতা ধরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল দুর্গাপুরে ৷ সেই বিতর্কে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের মাথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ছাতা ধরার ছবি নতুন মাত্রা যোগ করে ৷ ফলে পঞ্চায়েতের আবহে ছাতা ধরা নিয়ে রাজনীতিতে সরগরম দুর্গাপুর ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jul 3, 2023, 6:49 PM IST

পঞ্চায়েতের আবহে ছাতা ধরা নিয়ে রাজনীতিতে সরগরম দুর্গাপুর

দুর্গাপুর, 3 জুন: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে ছাতার রাজনীতি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি । দু’দিন আগে পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড় বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় আর ছাতা হাতে ধরেছিল রাজ্য পুলিশ । প্রভাতবাবুর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে । সেই ভিডিয়ো টুইট করে সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই মঞ্চে বসে আর ছাতা হাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । এই ছবি টুইট করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, ‘‘ওওও শুভেন্দু, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কাজ কি দুর্গাপুরের বিধায়কের মাথায় ছাতা ধরে থাকা ?’’

এরপরেই বিতর্কের মুখে পড়েন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই । প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘প্রভাত চট্টোপাধ্যায় কে উনি ? ওঁর মাথায় ছাতা ধরে আছেন পুলিশ কর্মী । আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব আমাকে সুরক্ষা রাখার জন্য ।’’ অন্যদিকে প্রভাত চট্টোপাধ্যায় দুর্গাপুর থেকে বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর সৈনিককে ইচ্ছাকৃতভাবে ছাতা ধরতে বাধ্য করছে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই । যদি আমার মাথায় ছাতা ধরাটা অন্যায় হয়, তাহলে ওঁর মাথায় ছাতা ধরাটাও অন্যায় । সেই অন্যায়টাও স্বীকার করা উচিত ৷’’

কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিংবা পুলিশ কর্মী, নেতাদের মাথায় ছাতা ধরা নিয়ে সরগরম দুর্গাপুরের রাজনীতি । পঞ্চায়েত ভোটের আগে দুই দল এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে শুরু করেছে । বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এই প্রসঙ্গে কুণাল ঘোষকে বেলাগাম আক্রমণ করে তাঁকে জেল খাটা আসামি বলেও কটাক্ষ করেন । প্রভাত চট্টোপাধ্যায় সম্বন্ধে লক্ষ্মণ দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে তোলাবাজি অভিযোগ তুলেছেন ৷

আরও পড়ুন:কমিশনকে 'দলদাস' বললেন সুকান্ত! কেন্দ্রের বরাদ্দ টাকা নয়ছয়ের দাবি রাজ্য বিজেপি সভাপতির

তবে লক্ষ্মণ ঘোড়ুই আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন যে তিনি একজন বিধায়ক সুতরাং তাঁর মাথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাতা ধরলেও তা ক্ষমাহীন অপরাধ নয় ৷ কিন্তু প্রভাত চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কোনও বড় মাপের নেতা না সত্ত্বেও কেন তাঁর মাথায় কেন পুলিশ ছাতা ধরবে, সেই প্রশ্ন তুলেছেন বিজেপির লক্ষ্মণ ৷

ABOUT THE AUTHOR

...view details