দুর্গাপুর, 3 জুন: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে ছাতার রাজনীতি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি । দু’দিন আগে পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড় বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় আর ছাতা হাতে ধরেছিল রাজ্য পুলিশ । প্রভাতবাবুর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে । সেই ভিডিয়ো টুইট করে সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই মঞ্চে বসে আর ছাতা হাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । এই ছবি টুইট করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, ‘‘ওওও শুভেন্দু, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কাজ কি দুর্গাপুরের বিধায়কের মাথায় ছাতা ধরে থাকা ?’’
এরপরেই বিতর্কের মুখে পড়েন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই । প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘প্রভাত চট্টোপাধ্যায় কে উনি ? ওঁর মাথায় ছাতা ধরে আছেন পুলিশ কর্মী । আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব আমাকে সুরক্ষা রাখার জন্য ।’’ অন্যদিকে প্রভাত চট্টোপাধ্যায় দুর্গাপুর থেকে বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর সৈনিককে ইচ্ছাকৃতভাবে ছাতা ধরতে বাধ্য করছে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই । যদি আমার মাথায় ছাতা ধরাটা অন্যায় হয়, তাহলে ওঁর মাথায় ছাতা ধরাটাও অন্যায় । সেই অন্যায়টাও স্বীকার করা উচিত ৷’’