দুর্গাপুর, 18 জুলাই: বয়স মাত্র 2 বছর 2 মাস ৷ একরত্তি সেই শিশুই গড়গড় করে বলে দিচ্ছে দেশের সব রাজ্যের রাজধানীর নাম ৷ বলে দিচ্ছে জাতীয় সব প্রতীক চিহ্ন ৷ মাত্র 10 মিনিটে অবলীলায় বলে দিচ্ছে প্রায় 98টি শহরের নাম ৷ আর এই অনন্য ক্ষমতার জোরেই দুর্গাপুরের অভিমন্যু জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় ৷ অভিমন্যুর নামে শংসাপত্র, পদক-সহ বুক অফ রেকর্ডসের বই বাড়িতে এসে পৌঁছেছে ডাকযোগে । এই মুহূর্তে দুর্গাপুরের বিস্ময় শিশুর কীর্তিতে গর্বিত দাদু-দিদা, বাবা-মা !
দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট কলোনির বাসিন্দা অভিমন্যু নন্দীর প্রখর স্মৃতিশক্তি । যবে থেকে কথা বলতে শিখেছে, তারপর থেকেই সবকিছু খুব সহজেই মনে রাখতে পারে এই খুদে । জানালেন তার বাবা সঞ্জয় নন্দী ও মা সুস্মিতা নন্দী । বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ । মায়ের কাছেই সবকিছু শেখা । আধো আধো উচ্চারণে সে বলে দিচ্ছে কঠিন কঠিন সব শব্দ । এখনও স্কুলে ভর্তি হয়নি ৷ তবে এখনই পৃথিবীর বিভিন্ন দেশ ও রাজধানীর নাম তার ঠোঁটস্থ ।
সোমবার এই বিস্ময় শিশুর বাড়িতে গিয়ে দেখা গেল গোটা ঘরজুড়ে সে দাপিয়ে বেড়াচ্ছে ৷ খেলা চলছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাঠানো পদক নিয়ে । এই পদক কিংবা শংসা পত্রের গুরুত্ব অভিমন্যু এই বয়সে না বুঝলেও মা-বাবা বুঝেছেন যে, ছেলে বিরল প্রতিভার অধিকারী ৷ তাই আগামী দিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক, এটাই চাইছেন নিতান্ত ছাপোষা এই দম্পতি ।