দুর্গাপুর, 31 জুলাই: বাড়ির চিলেকোঠা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার প্রৌঢ়ার দেহ ৷ আর বাগান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বাড়ির পরিচারিকা । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার সিটিসেন্টারের আলাউদ্দিন খান বিথী এলাকায়(Two Women found injured at home in Durgapur) । আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ।
দুর্গাপুর ইস্পাত হাসপাতালে অবসরপ্রাপ্ত নার্স 70 বছর বয়সী অপর্ণা ভট্টাচার্য ৷ স্বামী দীর্ঘদিন আগে মারা গিয়েছে । একমাত্র মেয়ে মুম্বইয়ে থাকেন । বর্তমানে বাড়ির মালকিন অপর্ণা ভট্টাচার্য ওই বাড়িতে একাই থাকতেন । বাড়ির কাজকর্মের জন্য দুর্গাপুরের বীরভানপুরের অপর্ণা দাস নামের পরিচারিকাকে রেখেছিলেন । জানা গিয়েছে, পরিচারিকা অপর্ণা দাস এর আগেও ওই এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল । কিন্তু রহস্য দানা বেঁধেছে অপর্ণা দাসকে আজ কে বা কারা মারল তা নিয়ে ।
ঘটনাস্থলে এসে দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী অভিযোগ তোলেন, "কিছুদিন আগেই অপর্ণা দেবী বলছিলেন তাঁকে বাড়ি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিল দালাল চক্র । রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম বহু ঘটনা ঘটছে । দুর্গাপুরের এই ঘটনা বিচ্ছিন্ন নয় । পুলিশের কাছে অনুরোধ জানাব ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ।" দুর্গাপুর পৌরনিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "দিনের আলোয় এই ঘটনা রীতিমতো আতঙ্কের । শুনলাম পরিচারিকা নাকি ওই প্রৌঢ়াকে মেরেছে ।" এলাকার বাসিন্দা রীতা রাহা বলেন , "আমরা অত্যন্ত আতঙ্কিত এই ঘটনায় । অপর্ণা দেবী জানিয়েছিলেন যে তাঁকে পরিচারিকা মেরেছে কিন্তু আমরা দেখলাম পরিচারিকা বাড়ির নিচে বাগানে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে । আমরা কিছু বুঝে উঠতে পারছি না । "
বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মালকিন ও অচৈতন্য অবস্থায় পরিচারিকা উদ্ধার আরও পড়ুন:ইটিভি ভারতের খবরের জের! চোলাই মদের ঠেকে অভিযান পুলিশের
তাহলে কি তৃতীয় কোনও ব্যক্তি ছিল এই ঘটনায় । কিন্তু প্রকৃত উদ্দেশ্য কি ছিল? আপাতত অপর্ণা দেবী দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ওই একই হাসপাতালে চিকিৎসা চলছে বাড়ির পরিচারিকা অপর্না দাসেরও । দুর্গাপুরের এসিপি তথাগত পাণ্ডে বলেন, "আমরা এখনই সমস্ত বিষয় বলতে চাইছি না । ঘটনার তদন্ত চলছে । প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরিচারিকাকে । "