দুর্গাপুর, 30 জানুয়ারি : দুই বোনের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ভিড়িঙ্গী চাষিপাড়া এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় মা হাসপাতালে ভরতি । আজ সকালে ঘটনাটি ঘটে । পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ।
মৃতদের নাম পূজা বাউরী(22) ও শ্রামণী বাউরী(18) এবং দুই বোনের মা সুনীতা বাউরী । পরিবারের সদস্য বলতে দুই বোন ও মা । তিনজনেই কয়লা ভাঙার কাজ করত । আজ সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করা সত্ত্বেও কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙেন । বিছানায় 2 বোন ও সুনীতা দেবীকে মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা ।