আসানসোল, 1 জুন : শেষ পর্যন্ত দুই বোনের পরপর রহস্যময় মৃত্যুর কিনারা করল হিরাপুর থানার পুলিশ। দুই বোনকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল তাঁদের দাদা বিধানচন্দ্র পালকে। শুধু তাই নয় ভুয়ো ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য গ্রেফতার করা হল তাপস সেন নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে। পুলিশের দাবি, ধৃত বিধানচন্দ্র পাল দুই বোনকে খুনের কথা স্বীকার করেছে।
আসানসোলের সারদা পল্লি এলাকার বাসিন্দা বিধানচন্দ্র পাল। বাবা মা আগেই মারা গিয়েছেন। বিধানের সঙ্গে তার দুই অবিবাহিত বোন থাকতেন শম্পা ও সীমা। 14 এপ্রিল শম্পা পাল মারা যান। বিধান কাউকে না জানিয়েই রাতারাতি শম্পা পালের মৃতদেহের সৎকার করে দেয়। বিষয়টিতে সন্দেহ হয়েছিল অনান্য আত্মীয় ও প্রতিবেশীদের। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানায়, বোন হার্ট ফেল করে মারা গিয়েছে। একই ভাবে 26 মে সকালে বিধান তার আরেক বোন সীমা পালের (47) মৃতদেহ সরিয়ে ফেলেছিল বলে অভিযোগ। একমাসের কিছু সময়ের মধ্যে দুই বোনের কি করে মৃত্যু হয়। মৃত্যুর কারণ কি, তা নিয়ে প্রতিবেশী ও আত্মীয়রা প্রশ্ন তোলেন ৷