দুর্গাপুর, 19 মার্চ : অন্ডালের রেলকর্মী খুনের উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ ত্রিকোণ প্রেমের জেরে খুন হতে হয়েছে রেলকর্মীকে ৷ (Two Persons Arrested in Andal Railway Worker Murder Case) ৷
অন্ডালের 13 নম্বর রেল কলোনিতে চলতি বছরের 19 জানুয়ারি সকালে রেলের আবাসন থেকেই সত্যেন্দ্রকুমার ভাস্কর নামে এক রেলকর্মীর মৃতদেহ উদ্ধার হয় । ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । তদন্তে নেমে অন্ডাল থানার পুলিশের পাঁচ সদস্যের একটি দল পাড়ি দেয় ভিনরাজ্যে ।
আরও পড়ুন :Road Accident in Malda : পথ দুর্ঘটনায় মৃত্যু এক মাদ্রাসা পরীক্ষার্থীর, গুরুতর আহত আরও এক
চলতি মাসের 17 তারিখ দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ। বিহারের সাহাপুর থেকে গ্রেফতার হয় মঞ্জু দেবী ও উত্তরপ্রদেশের বালিয়ার শংকরপুর থেকে গ্রেফতার হয় অঙ্কিতকুমার যাদব । অঙ্কিতকুমার যাদবকে তিনদিনের ট্রানজিট রিমান্ডে আনা হয় অন্ডাল থানায় ।