পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানিগঞ্জ ও জামুড়িয়ায় কোরোনায় আক্রান্ত আরও 2 - Corona Virus

এর আগে রানিগঞ্জ ও জামুড়িয়াতে 9 জন আক্রান্ত হয়েছিলেন ৷ গতকাল নতুন করে 2 জনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসে ৷

corona infected
কোরোনায় আক্রান্ত দুজন

By

Published : Jun 12, 2020, 2:30 PM IST

জামুড়িয়া, 12 জুন‌ : ধীরে ধীরে রানিগঞ্জ ও জামুড়িয়াতে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ সেখানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন দুইজন ৷ এর আগে জামুড়িয়ায় চারজন ও রানিগঞ্জে পাঁচজন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । কোরোনা আক্রান্তে ওই দুইজনকেই দুর্গাপুরের সনকা হাসপাতালে ভরতি করা হয় । প্রশাসনের পক্ষ থেকে সিল করা হয়েছে কোরোনা আক্রান্তদের বাড়ি ।

স্থানীয় বাসিন্দা পঙ্কজ মিশ্র জানান, ফের নতুন করে জামুড়িয়ার নিঘা কোলিয়ারি এলাকার এক যুবকের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায় । ওই যুবকের মা সপ্তাহখানেক আগে আক্রান্ত হয়েছিলেন । ওই যুবককে দুর্গাপুরের সনকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

অন্যদিকে রানিগঞ্জের এগরা পঞ্চায়েত এলাকায় এক যুবকের শরীরে কোরোনা সংক্রমণে সন্ধান পাওয়ায় দুর্গাপুর হাসপাতালে ভরতি করা হয় । তাঁর সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের আসানসোলের HLG হাসপাতালে কোয়ারানটিনে পাঠানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details