পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

1 কোটি টাকাসহ গ্রেপ্তার দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক - 2 person

শেষ দফা ভোটের আগে আসানসোল স্টেশন থেকে 1 কোটি টাকা সহ ধৃত দুই ।

ধৃত ব্য়ক্তি

By

Published : May 13, 2019, 12:46 PM IST

Updated : May 13, 2019, 10:16 PM IST

আসানসোল, 13 মে : আসানসোল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 কোটি টাকা সহ গ্রেপ্তার করা হল দু'জনকে। ধৃতদের নাম লক্ষ্মীকান্ত সাউ ও গৌতম চট্টোপাধ্যায় । ধৃতদের মধ্যে একজন দক্ষিণ দিল্লির ও আর একজন উত্তর 24 পরগনার শাসনের বাসিন্দা । সূত্রের খবর, গৌতম চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক ।

গতকাল সন্ধেয় 5 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে ওই দু'জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের । তারপরই তাদের আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ । কথায় অসঙ্গতি পেলে চালানো হয় তল্লাশি। উদ্ধার হয় 1 কোটি টাকা । জেরা করে জানা যায়, নিয়ম বহির্ভূত ভাবে ওই টাকা নিয়ে আসছিল তারা । তারপরই লক্ষ্মীকান্ত ও গৌতমকে গ্রেপ্তার করে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতদের একজন বলে, "এটা আমাদের টাকা নয় । পার্টির টাকা । ভোটের জন্য নিয়ে আসা হচ্ছিল ।" কোন পার্টি তা জিজ্ঞাসা করলে বলে, "দিল্লি থেকে BJP-র জন্য আনা হচ্ছিল ।" একথা শুনে অনেকেরই প্রশ্ন, তারা যদি BJP-র সদস্য হত, তাহলে তা কি প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে স্বীকার করত ? কোনও দলের সদস্য কি এটা করবে ? তাই তাদের বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ।

Last Updated : May 13, 2019, 10:16 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details