পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fraud Arrest : ‘আর্মি’ স্টিকার সাঁটানো গাড়ি-সহ ধৃত দুই প্রতারক - ভুয়ো

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা ৷ বাহিনীর গোয়েন্দাদের হাতে পাকড়াও দুই অভিযুক্ত ৷ বাজেয়াপ্ত ‘আর্মি’ স্টিকার লাগানো একটি চারচাকা গাড়ি ৷ পশ্চিম বর্ধমানের পানাগড়ের ঘটনা ৷

two men arrested in fraud case with a car from Panagarh
Fraud Arrest : ‘আর্মি’ স্টিকার সাঁটানো গাড়ি-সহ ধৃত দুই প্রতারক

By

Published : Aug 11, 2021, 7:55 PM IST

দুর্গাপুর, 11 অগস্ট : ‘আর্মি’ স্টিকার লাগানো একটি চারচাকা গাড়ি-সহ দুই প্রতারককে হাতেনাতে পাকড়াও করল সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ৷ বুধবারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমানের পানাগড় সেনা ছাউনি লাগোয়া এলাকায় ৷ ধৃতদের এদিনই স্থানীয় বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন :Fake Police : কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী

পুলিশ সূত্রে খবর, বুদবুদের এই এলাকায় বারবার এমন ঘটনা ঘটছে ৷ এর জন্য স্থানীয় বাসিন্দাদের একাংশকেই দায়ী করা হচ্ছে ৷ ধৃত দুই ব্যক্তি কোনও চক্রের সদস্য বলেই অনুমান ৷ সূত্রের খবর, এক যুবককে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা ৷ বদলে চাওয়া হয়েছিল 2 লক্ষ টাকা ৷ কথা ছিল, সেনা ছাউনির 3 নম্বর গেটের কাছেই ওই যুবকের সঙ্গে দেখা করবে প্রতারকরা ৷ সেখান থেকেই টাকা তুলবে তারা ৷

সেই মতো ওই যুবক নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে যান ৷ অন্যদিকে, ঘটনাস্থলে হাজির হয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা ৷ তাঁদের কাছে আগে থেকেই এই প্রতারণার খবর ছিল ৷ এরপরই দুই প্রতারককে হাতেনাতে পাকড়াও করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় তাদের গাড়ি ৷ তাতে ‘আর্মি’ স্টিকারও সাঁটানো ছিল ৷ এরপর অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে ঘটনায় মূল অভিযুক্ত পীযূষকান্তি গড়াইয়ের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি ৷

আরও পড়ুন :fake call center : ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা, এক মহিলা-সহ গ্রেফতার 9

পুলিশ সূত্রে খবর, সেনাবাহিনীতে চাকরি পাওয়ার হুজুগেই বারবার প্রতারণার শিকার হচ্ছেন কিছু মানুষ ৷ বহুবার এলাকায় এ নিয়ে সতর্কতামূলক প্রচার করা হয়েছে ৷ মানুষকে বোঝানো হয়েছে, টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায় না ৷ তার জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা দিতে হয় ৷ প্রশিক্ষণ নিতে হয় ৷ কিন্তু, কিছু মানুষ সেসব শুনতে নারাজ ৷ ফলে অনায়াসেই প্রতারকদের ফাঁদে পড়ে যান তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details