আসানসোলে ইসকনের উলটো রথের প্যান্ডেল ভেঙে পড়ল আসানসোল, 28 জুন: সামান্য ঝিরঝিরে বৃষ্টি । আর তাতেই লোহার ফ্রেম দিয়ে বানানো ইসকনের রথযাত্রার বিরাট প্যান্ডেলের একটা বৃহৎ অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আসানসোল। ঘটনার সময় কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন সেখানে। উলটো রথ বেরনোর প্রস্তুতি চলার সময়েই এই ঘটনা ঘটে দু'জন আহত হন। বুধবার ঘটনাটি ঘটেছে আসানসোলের বুধা ময়দানে।
গত কয়েকবছর ধরেই আসানসোলের বুধা ময়দানে ইসকনের পক্ষ থেকে রথযাত্রার আয়োজন করা হচ্ছে। আর এই রথযাত্রা উপলক্ষে শুধু আসানসোল নয়, আশেপাশের শহর এবং বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নামে। রথের দিন আসানসোল শহরের গড়াই রোডে থাকা বুধা ময়দান থেকে রথ বের হয় । তারপর গরাই রোড ধরে জিটি রোডে বাজার এলাকা, বিএনআর মোড় হয়ে পুনরায় কোর্টে এসে গড়াই রোডে মেলে । এরপর বুধা ময়দানে এসে শেষ হয় । একইভাবে উলটো রথের দিন বুধা ময়দান থেকে শুরু করে পুনরায় ওই ময়দানে এসেই যাত্রা শেষ হয় ।
রথযাত্রার শুরু থেকে উলটো রথ পর্যন্ত এই পাঁচদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পালা সংকীর্তন অনুষ্ঠিত হয়ে থাকে বুধা ময়দানে । বর্ষার জন্য লোহার ফ্রেম দিয়ে বিরাট মণ্ডপ করা হয়েছিল । প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় হচ্ছিল এই বুধা ময়দানের রথ উৎসবে ।
বুধবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় আসানসোলে । বৃষ্টি যে খুব জোরে হচ্ছিল তাও নয়, পাশাপাশি ঝড় বা অন্য কিছুও ছিল না । দুপুরে উলটো রথ বেরোনোর প্রস্তুতি শুরু হয়েছিল বুধা ময়দানে । হাজির হয়েছিলেন কয়েকশো মানুষ । এরই মাঝে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার খাঁচা দিয়ে তৈরি করা বিরাট মণ্ডপের একাংশ । বিরাট কিছু প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও শক্তপোক্তভাবে বানানো প্যান্ডেল কী করে ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
অন্যদিকে প্যান্ডেল ভেঙে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে প্যান্ডেলের ভেতরে থাকা কয়েকশো ভক্তকুলের মধ্যে । তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দৌড়তে শুরু করেন। এদিকে ম্যারাপের তলায় চাপা পড়েন দুই ভক্ত । তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । আরেকজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা তার কারণ খুঁজে পাচ্ছে না উপস্থিত ভক্তরা । তাঁদের দাবি, ম্যারাপের ভিতরে থাকা রথের জন্যই ম্যারাপটি পুরোপুরি ভেঙে পড়েনি । আর সেই কারণেই বাকি ভক্তরা রক্ষা পেয়েছে । ঘটনার পরেই প্রভু জগন্নাথদেবের আরাধনায় আরও বেশি বেশি করে মেতেছেন ভক্তরা । তাদের দাবি জগন্নাথদেবই তাদের বাঁচিয়ে দিয়েছেন ।
আরও পড়ুন:জগন্নাথ, বলরাম ও সুভদ্রায় সেবায় ছাপান্ন ভোগ মায়াপুরের ইসকনে, পাতে পড়ছে পিৎজা-বার্গার