পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে ডায়ারিয়ার প্রকোপ; মৃত 2, অসুস্থ 50

প্রায় এক মাস ধরে ডায়ারিয়াতে আক্রান্ত গোটা পাড়া । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 2 । চিকিৎসাধীন প্রায় ৫০ জন । এই অবস্থায় আজ শাসকদলের পক্ষ থেকে দুর্গাপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কমলপুর ওয়াশিং প্লটে বসানো হয় মেডিকেল ক্যাম্প । উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

died

By

Published : Aug 18, 2019, 6:19 PM IST

Updated : Aug 18, 2019, 6:53 PM IST

দুর্গাপুর, 18 অগাস্ট : প্রায় এক মাস ধরে ডায়ারিয়াতে আক্রান্ত গোটা পাড়া । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 2 । চিকিৎসাধীন প্রায় ৫০ জন । এই অবস্থায় আজ শাসকদলের পক্ষ থেকে দুর্গাপুর নগরনিগমের 1 নম্বর ওয়ার্ডের কমলপুর ওয়াশিং প্লটে বসানো হয় মেডিকেল ক্যাম্প । উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

কমলপুরের ওয়াশিং প্লটের বাসিন্দাদের মাস খানেক আগে থেকে শুরু হয় রোগের উপসর্গ । প্রথমে গুরুত্ব না দিলেও বাড়ি বাড়ি রোগীর সংখ্যা বাড়তে থাকে । এরপর 7 ও 12 অগাস্ট এক কিশোরীসহ 2 জনের মৃত্যু হয় । নাম সংগীতা ভুঁইঞা ও কার্তি ভুঁইঞা । এরপর নড়েচড়ে বসে কমলপুরের ওয়াশিং প্লটের মানুষ ।

শুনুন বক্তব্য

50 জন ডায়ারিয়াতে আক্রান্ত হওয়ার খবর শুনে ঘটনাস্থানে আসেন তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখোপাধ্যায় । একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা একটি অস্থায়ী শিবিরে শুরু করে চিকিৎসা । ব্যবস্থা করা হয় পানীয় জলের । আসেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে । তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন । পাশাপাশি আগামীকাল থেকে সরকারিভাবে এলাকায় স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজনের কথাও ঘোষণা করেন । যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের ক্ষেত্রে বাড়তি নজরদারির আশ্বাস দেন অনির্বাণবাবু ।

কিন্তু কেন এই ডায়ারিয়ার প্রকোপ? কারণ হিসেবে উঠে আসছে পরিশুদ্ধ পানীয় জলের অভাবের কথা । এলাকার মানুষকে পরিশুদ্ধ পানীয়জল পৌঁছে দিতে পারেনি পৌরনিগম । যার ফলে পুকুর ও কুয়োর জল পান করতে বাধ্য হন এলাকার মানুষ । তবে এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন দুর্গাপুরের মহকুমাশাসক । খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

Last Updated : Aug 18, 2019, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details