কুলটি, 28 নভেম্বর : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সিভিক ভলান্টিয়ার সহ দু'জনের । নাম গৌরব ভট্টাচার্য(28) ও সন্তোষ সাউ(43) । ঘটনায় একজন আহত হন । নাম কেশব বাউরি । কুলটির কুলতোড়া এলাকার ঘটনা ।
কুলটিতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত সিভিক ভলান্টিয়ার সহ 2 - কুলটিতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত
স্কুটিতে ছিলেন এক জন । অন্য দু'জন নিজেদের সাইকেলে করে নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন । পিছন থেকে লরি পিষে দিয়ে চলে যায় তাঁদের । ঘটনাস্থানেই মৃত্যু হয় স্কুটি ও এক সাইকেল আরোহীর ।
মৃত গৌরব ভট্টাচার্য আসানসোল ট্র্যাফিকে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন । গতকাল কুলটিতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও নবজাত কন্যাকে দেখে স্কুটি নিয়ে নিয়ামতপুরে ফিরছিলেন । সন্তোষ সাউ ও কেশব বাউরি দু'জনে নিজেদের সাইকেলে করে নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন । সেইসময় কুলটির দিক থেকে আসা একটি দশ চাকার লরি পরপর তিনজনকে পিষে দিয়ে চলে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় গৌরব ও সন্তোষের । গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেশবকে । বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন ।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় কুলটি থানার পুলিশ । মৃতদেহটিকে উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।