পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোল স্টেশন থেকে 1 কোটি টাকা সহ আটক 2

রোজকার মতো আজও সন্ধ্যায় তল্লাশি চালাতে গিয়ে দু'জন ব্যক্তিকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের । জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি পাওয়ায় তাদের আটক করে পুলিশ । পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কোটি টাকা ।

ধৃত দুই ব্যক্তি

By

Published : May 12, 2019, 10:36 PM IST

আসানসোল, 12 মে : এক কোটি টাকা সহ আসানসোল স্টেশনে ধরা পড়ল দু'জন । আজ সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয় । রেল পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা উদ্ধার করে ।

অন্যান্য দিনের মতো আজও সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনে তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ । স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজে দু'জন ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে । দু'জনের কথার মধ্যে মিল না পাওয়ায় পুলিশ তাদের আটক করে । পরে রেল স্টেশনের পুলিশ ক্যাম্পে নিয়ে যায় । সেখানে তাদের ব্যাগ থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয় । এই টাকা কোথা থেকে তারা পেল বা কোথায় নিয়ে যাচ্ছিল তার সঠিক উত্তর দিতে পারেনি দু'জনের কেউই ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

পুলিশ সূত্রে খবর, আটক দু'জনের নাম গৌতম চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত সাউ । একজনের বাড়ি উত্তর 24 পরগনার শাসনে, অন্যজনের বাড়ি দক্ষিণ দিল্লি এলাকায় । আনুমানিক এক কোটি টাকা দু'জনের কাছ থেকে পাওয়া গেছে । তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু জানায়নি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details