দুই ডেপুটি মেয়রের শপথ আসানসোলে আসানসোল, 11 মে:আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আসানসোল পৌরনিগমে দু'জন ডেপুটি মেয়র পদে শপথ গ্রহণ করলেন । বুধবার দুপুরে আসানসোল পৌরনিগমের প্রেক্ষাগৃহে মেয়র বিধান উপাধ্যায় শপথ বাক্য পাঠ করালেন অভিজিৎ ঘটক এবং ওয়াসিম উল হককে । শপথ নেওযার পর উন্নয়নই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দুই ডেপুটি মেয়র । যদিও আসানসোল পৌরনিগমে দুই ডেপুটি মেয়র নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা । বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই ও সংখ্যালঘুদের তুষ্টি করতেই দু'জনকে ডেপুটি মেয়র করতে হল ।
প্রসঙ্গত, দেড় বছর আগে গঠিত হয়েছে আসানসোল কর্পোরেশনে দু'জন ডেপুটি মেয়রর পৌরবোর্ড । ভোটে না দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই মেয়র নির্বাচিত হন বিধান উপাধ্যায় । অন্যদিকে, মেয়র পদপ্রার্থী অভিজিৎ ঘটককে ডেপুটি মেয়র হিসেবে ঘোষণা করা হয় । পাশাপাশি রেলপারের সংখ্যালঘু নেতা ওয়াসিম উল হককেও একই সঙ্গে প্রস্তাব করা হয় ডেপুটি মেয়র হিসেবে । কিন্তু পৌরবোর্ডে দু'জন ডেপুটি মেয়র রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাক্টে নেই । আইনি জটিলতায় আটকে যায় দুই ডেপুটি মেয়রের শপথ গ্রহণ বা দায়িত্ব বন্টন । শেষ পর্যন্ত রাজ্য সরকার আইনি সংশোধনের পথে হাটে । মন্ত্রিসভায় পাশ হয় দুই ডেপুটি মেয়রের জন্য আইনি সংশোধনী বিল । কিন্তু কিন্তু তৎকালীন রাজ্যপাল সেই আইনি সংশোধনী বিলে সই করেননি । ফলে আটকে যায় আসানসোল পৌরনিগমের দুই ডেপুটি মেয়র পদ ।
রাজ্যের অন্য কোনও পৌরসভা কিংবা কর্পোরেশনে এখনও পর্যন্ত দু'জন ডেপুটি মেয়র নেই । কিন্তু বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস শেষ পর্যন্ত এই আইনের সংশোধনী বিলে সই করেন এবং আইন জটিলতা মিটে যায় দু'জন ডেপুটি মেয়রের ক্ষেত্রে । এরপর বুধবার অভিজিৎ ঘটক এবং ওয়াসিম উল হক আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন । আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলকে দিয়েই রাজ্যে নতুন পথ দেখালেন ।" আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানান, 106টি ওয়ার্ডের উন্নয়ন করার ক্ষেত্রে দু'জন ডেপুটি মেয়রের প্রয়োজন ছিল । ক্ষমতাকে ভাগ করে দেওয়ায় উন্নয়নের কাজে আরও গতি আসবে ।
যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা । বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, দু'জন ডেপুটি মেয়র করা আসলে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল । একসঙ্গে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক এবং সংখ্যালঘুদের তুষ্টি করতেই দু'জন ডেপুটি মেয়র করতে বাধ্য হয়েছে তৃণমূল । বিষয়টি নিয়ে অভিজিৎ ঘটককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এর আগে বিভিন্ন রাজ্যে দু'জন ডেপুটি মেয়র রয়েছেন । আমাদের রাজ্যেও ভবিষ্যতে অন্যান্য পৌরসভায় এবার দু'জন ডেপুটি মেয়র হবেন । তারা কিন্তু সবাই মন্ত্রীর ভাই নয় ।"
আরও পড়ুন:সৌজন্য, আসানসোলের মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির