রানিগঞ্জ, 21 এপ্রিল: জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানিগঞ্জে ৷ বৃহস্পতিবার সকালে রানিগঞ্জের চলবলপুর এলাকার ইসিএলের একটি পরিত্যক্ত খনি থেকে দেহ দু’টি উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ ৷ মৃতরা হলেন রাকেশ ভুঁইয়া (32) এবং বিপিন ভূঁইয়া (48) ৷ সম্পর্কে তাঁরা শ্বশুর ও জামাই (Two Bodies found from abandoned coal mine in raniganj) ৷
পুলিশ সূত্রে খবর, স্থানীয় রতিবাটি পঞ্চায়েতের অন্তর্গত দু'নম্বর ভূঁইয়া পাড়ার বাসিন্দা তাঁরা । 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন । তারপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না শ্বশুর জামাইয়ের । এরপরই পরিবারের পক্ষ থেকে নিমচা নিখোঁজ ডায়েরি করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে ৷ আজ ইসিএলের পরিত্যক্ত খনি থেকে দেহ দুটি উদ্ধার করেছে পুলিশ ৷