আসানসোলে পেট্রল পাম্পে গুলিকান্ডে ধৃত দুই অভিযুক্ত আসানসোল, 16 সেপ্টেম্বর:বৃহস্পতিবার বিকেলে পশ্চিম বর্ধমানের সালানপুরের জেমারি মোড়ে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর ঘটনা ঘটেছিল । অভিযোগ ছিল, এক মহিলা পেট্রল পাম্প কর্মীর মাথায় বন্দুক তাক করেছিল তিন দুষ্কৃতী । এই ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে তিন অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে সালানপুর থানার পুলিশ । কুলটির একটি যৌনপল্লী থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । ধৃত দুজনের নাম দুই যুবকের নাম সোহান সিং(ছোটকা)ও প্রতাপ দাস । উদ্ধার হয়েছে নম্বরবিহীন একটি স্কুটি ও আগ্নেয়াস্ত্র । নম্বরবিহীন ওই স্কুটিতে এসেই ওই কাণ্ড ঘটিয়েছিল দুষ্কৃতীরা । সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ ৷
গত কয়েকদিন ধরেই আসানসোলের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে নিয়ে শোরগোল উঠেছে । কখনও দাদা বোনকে গুলি করে খুন করছে । কখনও আসানসোলের অভিজাত ওষুধের দোকানে বন্দুক হাতে দুষ্কৃতীদের হানা । আবার সালানপুরের জেমারি পেট্রল পাম্পে বন্দুক হাতে তিন দুষ্কৃতীর তাণ্ডব । একের পর এক ঘটনার সাক্ষী এই শহর ৷
বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, পেট্রল নেওয়ার নাম করে ওই পেট্রল পাম্পে এসে এক মহিলা পেট্রলপাম্প কর্মীর মাথায় বন্দুক তাক করে দুষ্কৃতীরা । মহিলা চিৎকার শুরু করলে ওই তিন দুষ্কৃতী স্কুটি নিয়ে পালায় এবং দুটি ব্ল্যাংক ফায়ার করে বলে পেট্রল পাম্প কর্মীদের অভিযোগ । এই ঘটনার পর সালানপুর থানার পুলিশ সিসিটিভি দেখে তদন্তে নামে এবং নিজেদের সোর্স লাগিয়ে দ্রুত ওই তিন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয় । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় কুলটির একটি যৌনপল্লী থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন: দিন দুপুরে পেট্রল পাম্পে গুলি, মহিলা কর্মীর মাথায় পিস্তল তাক !
ধৃতদের মধ্যে প্রতাপ দাসের বিরুদ্ধে বাঁকুড়া থানায় একটি আগ্নেয়াস্ত্র মামলা চলার জন্য বাঁকুড়া পুলিশ তাকে নিয়ে গিয়েছে । অপর ধৃত সোহান সিংকে এদিন আসানসোল মহকুমা আদালতে তোলা হয় । ধৃতরা ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ । বাকি আরও এক অভিযুক্তের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে । ধৃত সোহানকে জিজ্ঞাসা করে পুলিশ আরেক অভিযুক্তের নাগাল পেতে চাইছে ।