দুর্গাপুর, 17 ফেব্রুয়ারি: জাল লটারির টিকিট বিক্রি করার অভিযোগে ধৃত দুই অভিযুক্তকে গ্রেফতার ৷ শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় (Fake Lottery Tickets)৷ ধৃতদের আদালতে তোলা হলে তাদের 7 দিনের নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার উখরা থেকে ওই দু'জন টিকিট বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ ।
বৃহস্পতিবার উখরা বাজপায় মোড় ও বাজপাই মিল সংলগ্ন দু‘টি লটারি টিকিটের দোকানে হানা দেয় পুলিশ । জাল লটারি টিকিট বিক্রি করার অভিযোগে শেখ জামালউদ্দিন ও উত্তম কুন্ডু নামে দু'জন গ্রেফতার করা হয়েছে । তাদের দোকান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ জাল টিকিট । আজ শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয় । তদন্তের স্বার্থে ধৃতদের সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্তরা জানায় উখড়া গ্রামের বাসিন্দা রাজীব নামে এক ব্যক্তির কাছ থেকে এই টিকিট তারা পেতেন । অভিযুক্তরা জাল লটারির টিকিট বিক্রির কথাও স্বীকার করে নিয়েছেন ৷