পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Oxygen Cylinder Theft : সরিয়ে ফেলেছিল 40টি অক্সিজেন সিলিন্ডার ! দুর্গাপুরে ধৃত 2 - two arrested for oxygen cylinder theft in durgapur

দুর্গাপুরে 40 টি অক্সিজেন সিলিন্ডার চুরির দায়ে আটক দুই ৷ অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ (Oxygen Cylinder Theft) ৷

Oxygen Cylender Theft
অক্সিজেন সিলিন্ডার চুরির দায়ে আটক দুই

By

Published : Apr 6, 2022, 8:00 AM IST

Updated : Apr 6, 2022, 9:33 AM IST

দুর্গাপুর, 6 এপ্রিল :কারখানায় অক্সিজেন সরবরাহকারী সিলিন্ডার চুরির দায়ে ধৃত দুই (Oxygen Cylinder Theft)। দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া জাতীয় সড়কের পাশেই পেয়ালা কালীবাড়ির নিকট দুই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে সিলিন্ডার সরবারহকারী দোকানের ডিস্ট্রিবিউটর । জানা যায়, ধৃতদের নাম সাধু লোহার ও সোনু সিং । দু'জনেই দুর্গাপুর থানার তামলা বস্তির বাসিন্দা ৷

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে খালি সিলিন্ডার গুলি ভর্তি করতে গোডাউনে পাঠানোর পর থেকেই দেখা যাচ্ছিল এক-দুটি করে প্রতিদিন সিলিন্ডার কম রয়েছে । সন্দেহ শুরু হয় সিলিন্ডার বোঝাই গাড়ির চালক ও খালাসির উপর । সন্দেহের জেরে বিগত দু-তিন দিন ধরে তাদের পিছু ধাওয়া করে মূল ডিস্ট্রিবিউটর ও তাদের সঙ্গীরা । সোমবার বিকেলে ওই সিলিন্ডার গুলিকে অন্যত্র বিক্রি করতে যাওয়ার দায়ে হাতেনাতে ধরে ফেলে সাধু লোহার ও সোনু সিংকে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফরিদপুর ফাঁড়ির পুলিশ । অভিযুক্ত দু'জনকে আটক করে পুলিশ ।

আরও পড়ুন :সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার কর্মচারী

মোট 40 টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার চুরি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ তারমধ্যে 3 টি সিলিন্ডার উদ্ধার করা গিয়েছে ৷ মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Last Updated : Apr 6, 2022, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details