জামুড়িয়া, 5 মে : ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হল। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় 20 জন । বেনালি মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের ঘটনা । দুর্ঘটনার জেরে প্রায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে 2 নম্বর জাতীয় সড়কে । পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে । চালককে আটক করেছে পুলিশ ।
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত 20 - 20 injured
জামুড়িয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ । আহত কমপক্ষে 20 জন । 2 নম্বর জাতীয় সড়কের ঘটনা ।
আজ সকালে আসানসোল থেকে রানিগঞ্জ রুটের একটি বাস আসছিল । সেইসময় উলটোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেনালি মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের কাছে একটি দোকানে ধাক্কা মারে । দুর্ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধারের কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ । আহতদের প্রথমে সাতগ্রামে ECL-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।