পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Diarrhoea : অন্ডালের তামলা গ্রামে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ 12 জন - অন্ডালের তামলা গ্রামে ডায়েরিয়ার আক্রান্ত অসুস্থ 12 জন

ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তামলা গ্রামের বাউরি পাড়ায় একাধিক মানুষ (Durgapur Diarrhoea) ৷

Durgapur Diarrhoea news
অন্ডালের তামলা গ্রামে ডায়েরিয়ার আক্রান্ত হয়ে অসুস্থ

By

Published : May 6, 2022, 1:46 PM IST

Updated : May 6, 2022, 2:14 PM IST

দুর্গাপুর, 6 মে : গত 10 থেকে 12 দিন ধরে অন্ডাল পঞ্চায়েতের তামলা গ্রামের বাউরি পাড়ায় একাধিক মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন (Durgapur Diarrhoea)। এই মুহূর্তে সংখ্যা 12। দুর্গাপুর মহকুমা হাসপাতাল-সহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন তাঁরা ৷ গত 10 দিন ধরে প্রথমে একজন-দু'জন করে ভর্তি হচ্ছিলেন ৷ বিগত দু'দিন ধরে সংখ্যাটা বেড়েছে । বেশ কয়েকজন হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন ৷

বাউরি পাড়া এলাকায় দুই থেকে তিনটে টিউবওয়েল এবং একটি মাত্র পুকুর থেকে এই এলাকার মানুষজন দৈনন্দিন কাজকর্ম সারেন । পানীয় জল থেকে এই অসুখ ছড়িয়েছে বলে ব্লক স্বাস্থ্য দফতরের অনুমান । তাই জল ফুটিয়ে খাওয়ার কথা বলা হয়েছে ৷

অন্ডালের তামলা গ্রামে ডায়েরিয়ায় আক্রান্ত

আরও পড়ুন :মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক

এলাকার বিডিও সুদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, পানীয় জলের তিনটি ট্যাঙ্কার শুক্রবার থেকে ওই গ্রামের বাড়িতে বাড়িতে জল দেবে ৷ এলাকার মানুষের অভিযোগ, এই এলাকায় কোনও বাড়িতে জলের কল এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে বসানো হয়নি ৷ তাই পানীয় জলের সমস্যা রয়েছে । একটি মাত্র পুকুর, তাতেই সমস্ত কাজকর্ম করতে হয় । শুক্রবার সকাল থেকেই ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি ক্যাম্প ওই এলাকায় করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও সুদীপ্ত বিশ্বাস ।

Last Updated : May 6, 2022, 2:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details