দুর্গাপুর, 6 মে : গত 10 থেকে 12 দিন ধরে অন্ডাল পঞ্চায়েতের তামলা গ্রামের বাউরি পাড়ায় একাধিক মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন (Durgapur Diarrhoea)। এই মুহূর্তে সংখ্যা 12। দুর্গাপুর মহকুমা হাসপাতাল-সহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন তাঁরা ৷ গত 10 দিন ধরে প্রথমে একজন-দু'জন করে ভর্তি হচ্ছিলেন ৷ বিগত দু'দিন ধরে সংখ্যাটা বেড়েছে । বেশ কয়েকজন হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন ৷
বাউরি পাড়া এলাকায় দুই থেকে তিনটে টিউবওয়েল এবং একটি মাত্র পুকুর থেকে এই এলাকার মানুষজন দৈনন্দিন কাজকর্ম সারেন । পানীয় জল থেকে এই অসুখ ছড়িয়েছে বলে ব্লক স্বাস্থ্য দফতরের অনুমান । তাই জল ফুটিয়ে খাওয়ার কথা বলা হয়েছে ৷