পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে 30 জন জওয়ানসহ ট্রাক নদীতে, আহত 7 - election

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে জওয়ানদের গাড়ি । ঘটনায় আহত চালক ও খালাসিসহ সাতজন জওয়ান ।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

By

Published : Apr 30, 2019, 3:29 PM IST

দুর্গাপুর, 30 এপ্রিল : বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের দায়িত্ব সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন ৪৩৯ ব্যাটেলিয়নের BSF জওয়ানরা । ট্রাকে করে মেদিনীপুরে যাচ্ছিলেন জওয়ানরা । ট্রাকটি নদীতে পড়ে যায় । আজ সকালে দুর্ঘটনাটি ঘটে বিজড়া গ্রামে ।

দেখুন ভিডিয়ো

সকাল ১১টা নাগাদ মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন BSF-র জওয়ানরা । দুর্গাপুরের নির্বাচনের কাজ শেষ করে মোট পাঁচটি ট্রাকে তাঁরা রওনা দেন । সেই ট্রাকের মধ্যে একটি বিজড়া গ্রামের কাছে কুনুর নদীর সেতু ভেঙে পড়ে যায় । ৩০ জন জওয়ান ছিলেন সেখানে । ঘটনার জেরে ট্রাকের চালক ও খালাসিসহ সাতজন জওয়ান গুরুতর আহত হন । চালকসহ দু'জন জওয়ানের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

কীভাবে নদীতে ট্রাকটি পড়ল তা এখনও জানা যায়নি । প্রাথমিকভাবে জওয়ানদের তরফে বলা হয়েছে, গাড়ির স্টিয়ারিং লক হয়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ।

ABOUT THE AUTHOR

...view details