সালানপুর, 24 জুন : টাকা নিয়ে পিএইচই দফতরে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযুক্ত ওই তৃণমূল নেতা কল্যাণ ঘোষাল ওরফে বাবাই ওই পিএইচই দফতরেরই কর্মী ৷ ওই অভিযোগের প্রতিবাদে বুধবার কল্যাণেশ্বরী পিএইচই দফতরে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই বেশ কিছু কর্মী । এর ফলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল ।
মঙ্গলবার তিনজন শ্রমিক নিয়োগ করা হয়েছে কল্যাণেশ্বরী পিএইচই দফতরের ল্যাবে । সেই খবর জানার পর বুধবার সকালে থেকেই কল্যাণেশ্বরী পিএইচই মুখ্য গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা । সঙ্গে বেশ কিছু তৃণমূল কর্মীরাও । পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ।