দুর্গাপুর, 10 এপ্রিল:কর্মী নিয়োগের দাবিতে কাঁকসায় স্পঞ্জ আয়রন কারখানায় তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরদ্ধে কারখানার ম্যানেজারকে মারধরের অভিযোগ ৷ শিবদাস মণ্ডল নামে ওই তৃণমূল নেতার তাণ্ডবের জেরে কারখানায় উৎপাদনও বন্ধ হয়ে যায় ৷ ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের করেছে কারখানার মালিক কর্তৃপক্ষ (Trinamool Leader Accused To Beating Manager)৷
কাঁকসার গোপালপুর শিল্পতালুকে রয়েছে ছোট-বড় বেশ কয়েকটি কারখানা। অভিযোগ, কারখানায় দাপিয়ে বেড়ায় তৃণমূল নেতা শিবদাস মণ্ডল, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁদের দলবল । কারখানায় কর্মী নিয়োগের দাবিতেও কারখানা কর্তৃপক্ষকে চাপ দিচ্ছিলেন তাঁরা । বুধবার রাতে আচমকাই তৃণমূল নেতা শিবদাস মণ্ডলের নেতৃত্বে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁদের দলবল কারখানার ভেতরে এসে উৎপাদন বন্ধ করে দেয় । অভিযোগ, কারখানায় ম্যানেজার রীতেশ শর্মা প্রতিবাদ করতে এলে তাঁকে মারধর করে ওই তৃণমূল নেতা ও তাঁর দলবল ।