পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধায়কের অনুপস্থিতিতেও বারাবনিতে মিছিলের ভিড় দেখে আশাবাদী তৃণমূল - বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়

বিধায়ক বিধান উপাধ্যায় কৃষি আইনের প্রতিবাদে দলের মিছিলে অংশ নিতে না পারলেও ভিড় হয়েছিল ভালোই । এতেই আশাবাদী স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

তৃণমূলের প্রতিবাদ মিছিল

By

Published : Oct 9, 2020, 9:29 PM IST

বারাবনি, 9 অক্টোবর : বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি এখন বাড়িতেই রয়েছেন । এরই মাঝে বারাবনিতে কৃষি আইনের প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস ।

বিধায়ক এই মিছিলে অংশ নিতে না পারলেও মিছিলে ভালোই ভিড় হয়েছিল । বারাবনির ব্লক সভাপতি অসিত সিংহের নেতৃত্বে আজকের এই মিছিল হয় । খাসকুঠি এলাকা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় দোমহানী বাজারে । দোমোহানী বাজারে একটি পথসভারও আয়োজন করা হয় ।

লোকসভা ভোটের পর অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করা হয়েছে বলে জানিয়েছেন ব্লক সভাপতি অসিত সিংহ । তিনি বলেন, "বারাবনির বিধানসভা ভোট মানে আবেগের ভোট । একসময় মানিক উপাধ্যায়ের আবেগে মানুষ ভোট দিত । এখন তাঁর ছেলে বর্তমান বিধায়ক বিধান উপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দেবে এবং আসানসোলের অন্য যে বিধানসভাগুলি রয়েছে সবগুলো থেকে আমরা রেকর্ড ভোটে বিধানসভায় জয়ী হব ।"

ABOUT THE AUTHOR

...view details