কলকাতা, 15 ডিসেম্বর: আসানসোলের দুর্ঘটনায় (Asansol Accident) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিকেও দুষছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । তাও আবার সেই বিচারপতিকে যিনি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রক্ষাকবচ দিয়েছেন । বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, আদালতের রক্ষাকবচ পেয়েই বেপরোয়া আচরণ করছেন বিরোধী দলনেতা । কাজেই এর দায় যিনি তাঁকে রক্ষাকবচ দিয়েছেন তিনিও উপেক্ষা করতে পারেন না । কুণালের দাবি, এতে বেপরোয়া হয়ে উঠছেন বিরোধী দলনেতা । আইন মানছেন না ।
এদিন ওই নির্দিষ্ট বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক । তাঁর কথায়, ‘‘বিচার ব্যবস্থা ও বিচারপতিকে আমরা সম্মান করি । সাধারণ মানুষ বলেন হাইকোর্টে যাব । আমিও আমার আইনজীবীকে বলি, হাইকোর্টে পিটিশন দাও বা চলো সুপ্রিম কোর্টে (Supreme Court) যাই । একমাত্র শুভেন্দুর মুখে শোনা যায়, আমি নির্দিষ্ট বিচারপতির বেঞ্চে যাব । কেন, কীসের জন্য ? কোন কারণে বিচারপতির নাম গুরুত্ব পায় ?’’
তাঁর দাবি, ‘‘শুভেন্দুকে এমন আইন ভাঙার, আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার অধিকারটা কে দিচ্ছে ? ওর বিরুদ্ধে এফআইআর করা যাবে না, কে বলছে ? একজন বিচারপতি ওকে (শুভেন্দু) রক্ষাকবচ দিয়ে রেখেছেন । সে তো নিজে ভাবছে যা ইচ্ছে করব । তাই পুলিশকে না জানিয়ে এত বড় সভার আয়োজন করছে । মৃত্যুর জন্য দায়ী কে ? শুভেন্দু, বিজেপি (BJP), নাকি রক্ষাকবচ দিয়ে যিনি শুভেন্দুর মধ্যে এই বেপরোয়া মনোভাব তৈরি করেছেন তিনি ? তাঁকেই বা কেন দায়ী করা হবে না, সেটা ভেবে দেখা দরকার ।’’