পাণ্ডবেশ্বর, 12 জুলাই:পঞ্চায়েত ভোটপর্ব মিটতে না মিটতেই রাজ্যে ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ আসতে শুরু করেছে । এবার বিজেপিকে প্রার্থীকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই প্রার্থীর শ্বশুর ৷ এমনকি ওই প্রার্থীর বাচ্চাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের হরিপুর পঞ্চায়েতের বাজারী গ্রামে ৷ কাজলি বাদ্যকার হরিপুর পঞ্চায়েতের 36 নম্বর বুথে দাঁড়িয়েছিলেন বিজেপির টিকিটে । ভোটে পরাজিত হন তিনি ৷ অভিযোগ, ভোট গণনা শেষ হতেই তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূলের লোকজন । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । তবে গেরুয়া শিবিরের তরফে প্রয়োজনে আদালতের যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷
কাজলির স্বামী বিজেপি কর্মী প্রধান বাদ্যকর জানান, ভোট গণনা পর্ব শেষ হতেই বেশে কয়েকজন তৃণমূল কর্মী তাঁর বাড়িতে চড়াও হয় এবং তাঁর বাবা, স্ত্রী এবং বাড়ির ছোট বাচ্চাদের উপর আক্রমণ চালায় তারা । ভেঙে ফেলা হয় বাড়ির সমস্ত আসবাব । নষ্ট করে দেওয়া হয় খাবার দাবার ৷ এমনকী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ । তিনি বলেন, "তৃণমূল কর্মীরা বাড়িতে এসে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ।"