পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tribals protest: ডাইনি তকমা দিয়ে মহিলাদের উপর অত্যাচার, প্রতিবাদে সরব আদিবাসীরা - ডাইনি অপবাদ

ডাইনি তকমা দিয়ে মহিলাদের উপর অত্যাচার ৷ ধারাবাহিকভাবে বিভিন্ন সময় ঘটা এইসব ঘটনার প্রতিবাদে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা ৷

ETV Bharat
আদিবাসীদের বিক্ষোভ

By

Published : Aug 2, 2023, 10:22 PM IST

আদিবাসীদের প্রতিবাদ

আসানসোল, 2 অগস্ট:সম্প্রতি পশ্চিম বর্ধমানের অন্ডালে এক মহিলাকে ডাইনি তকমা দিয়ে তাঁর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল স্থানীয় এক গুনিনের বিরুদ্ধে ৷ ওই মহিলার থেকে কয়েক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ ৷ তবে এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় । এমন ঘটনা আখছার ঘটছে বিভিন্ন গ্রামগঞ্জে আদিবাসী পাড়ায় । অভিযোগ, গ্রামের কিছু মোড়ল এবং গুনীনরা অপেক্ষাকৃত দুর্বল আদিবাসী পরিবারের মহিলাদের ডাইনি অপবাদ দিয়ে জরিমানা করছে ৷ আর জরিমানা দিতে না পারলে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে । এই অভিযোগ তুলে বুধবার পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল একটি আদিবাসী সংগঠন ।

সংগঠনের নেতা তথা সরকারি স্কুলের শিক্ষক লক্ষ্মীনারায়ণ হাঁসদা এই প্রসঙ্গে বলেন, "আদিবাসী সমাজের বেশকিছু অসাধু লোক আমাদের সমাজেরই গরিব দরিদ্র দুস্থ মানুষকে হাজার হাজার টাকা জরিমানা করছে এবং জরিমানা দিতে না পারলে তাদের বয়কট করা হচ্ছে ।" কী কারণে এই জরিমানা ? এর উত্তরে লক্ষ্মীনারায়ণ হাঁসদা জানান, অপেক্ষাকৃত যারা দুর্বল সেই সমস্ত পরিবারের মহিলাদের ডাইনি তকমা দেওয়া হচ্ছে এবং তাঁদের জরিমানা করছে আদিবাসী সমাজের মোড়লরা ।

আরও পড়ুন: তুকতাক সন্দেহে মহিলাকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, আহত 3

আদিবাসী সংগঠনটির নেতাদের অভিযোগ, এই অভিযুক্তরা মূলত শাসকদলের মদতপুষ্ট । সেই কারণে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । এর বিরুদ্ধেই এদিন জেলাশাসকের কাছে স্মরকলিপি জমা দেওয়া হয় ৷ অবিলম্বে এই অপবাদ দিয়ে গরিব ও মহিলাদের উপর অত্যাচার বন্ধে প্রশাসন কড়া পদক্ষেপ করুক এই দাবিও উঠেছে ৷ বিক্ষোভকারীদের আরও দাবি, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে । সেই জমি যাতে আদিবাসীদেরই থাকে তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে ৷ তাদের দাবি মানা হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে সংগঠনটির তরফ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details