পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যক্তিকে মারধরের প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও - পুলিশ ফাঁড়ি ঘেরাও

সপ্তমীর দিন বাড়ি ফেরার সময় রাতের অন্ধকারে কিছু মত্ত যুবকের বাইকে ধাক্কা লাগে এক ব্যক্তির সাইকেলের । ক্ষমা চাইলেও তাঁকে মারধর করে ওই যুবকরা । পরে এই ঘটনার অভিযোগ দায়ের করতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিশ । তারই প্রতিবাদে আজ মলানদিঘি ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ।

ফাঁড়ি ঘেরাও স্থানীয়দের

By

Published : Oct 14, 2019, 5:48 PM IST

কাঁকসা, 14 অক্টোবর : এক ব্যক্তিকে সপ্তমীর দিন মারধর করে কিছু মত্ত যুবক । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । অভিযোগ, থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিশ । তাই আজ এর প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । কাঁকসার মলানদিধি ফাঁড়ির ঘটনা ।

জামবনি গ্রামের ব্যক্তি কালু টুডু । সপ্তমীর দিন (5 অক্টোবর) রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি । অন্ধকারে খেয়াল করতে না পেরে রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু মত্ত যুবকদের ধাক্কা মারেন তিনি । ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন কালু । অভিযোগ, এরপর কালুকে ধরে বেধড়ক মারধর করে ওই যুবকরা । গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

রাস্তা অবরোধ স্থানীয়দের

সোমবার (7অক্টোবর) মলানদিঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করতে আসেন কয়েকজন স্থানীয় ব্যক্তি । তাঁদের জানানো হয়, ঘটনার তদন্ত করার পরই অভিযোগ দায়ের করা হবে । এরপর বৃহস্পতিবার(10 অক্টোবর) ফের অভিযোগ দায়ের করতে ফাঁড়িতে এলে অভিযোগ নিতে পুলিশ অস্বীকার করে, বলেন স্থানীয় বাসিন্দা সুনীল সোরেন । এরই প্রতিবাদে আজ মলানদিঘি ফাঁড়ি ঘেরাও করা হয় । পাশাপাশি ফাঁড়ি সংলগ্ন রাস্তাও অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ।

পুলিশ তাঁদের অভিযোগ নিলে অবরোধ উঠে যায় । সাত দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা ৷

ABOUT THE AUTHOR

...view details