পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suspicion Of Witchcraft: ডাইনি অপবাদে মারধর, পোড়ানোর চেষ্টা, আতঙ্কে গ্রামছাড়া আদিবাসী পরিবার - ডাইনি অপবাদ

ডাইনি অপবাদে পরিবারের পরিবারের সবাইকে মারধর (Suspicion Of Witchcraft) ৷ এরপর পুড়িয়ে মারার চেষ্টা ৷ দীর্ঘ দু'মাস গ্রামছাড়া আদিবাসী পরিবার (Tribal Family Beat by Villagers) ৷ গতকাল কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার ৷

Suspicion Of Witchcraft
ডাইনি অপবাদে গ্রামছাড়া আদিবাসী পরিবার

By

Published : Sep 9, 2022, 9:07 PM IST

কাঁকসা, 9 সেপ্টেম্বর:ডাইনি অপবাদ (Suspicion Of Witchcraft)। এরপর পুড়িয়ে মারার চেষ্টা। 2 মাস ধরে গ্রামছাড়া। আতঙ্কে জঙ্গলের মাঝে আত্মীয়র গোয়ালঘরে ঠাঁই ওই আদিবাসী পরিবারের। এই বর্বরোচিত ঘটনা ঘটল কাঁকসার জঙ্গলমহলের বনকাটি এলাকায়। তাঁরা বৃহস্পতিবার দ্বারস্থ হয় কাঁকসা পুলিশের (Tribal Family Beat by Villagers on Suspicion Of Witchcraft)।

ডাইনি অপবাদে মারধর

ওই গ্রামছাড়া পরিবারের অভিযোগ, গ্রামের কেউ দুর্ঘটনার কবলে পড়লেই তাঁদের দায়ী করেন গ্রামবাসীরা । তাঁদের গ্রামছাড়ার হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত আতঙ্কে গ্রাম ছাড়েন ওই পরিবার। অভিযোগ জানিয়ে কাঁকসা থানার দ্বারস্থ হন পরিবার। তাঁদের আরও অভিযোগ, চলতি বছরের গত 22 জুলাই রাতে আচমকা ডাইনি বলে মিথ্যা অপবাদ দিয়ে তাঁদের বাড়িতে হামলা শুরু করেন এলাকার বেশ কিছু মানুষ। বাইরের তান্ত্রিকের পরামর্শে তাঁদের উপর হামলা চালানো হয়। ওই পরিবারের দুই মহিলা এক শিশু-সহ দুই পুরুষকে অত্যাচারের পরে পেট্রল ও কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও চালানো হয়।

ডাইনি অপবাদে মারধর, পোড়ানোর চেষ্টা, আতঙ্কে গ্রামছাড়া আদিবাসী পরিবার

আরও পড়ুন:ডাইনি অপবাদে বৃদ্ধ আদিবাসী দম্পতিকে মারধর করে গ্রামছাড়া করার অভিযোগ

অন্যদিকে, অভিযুক্তদের পালটা অভিযোগ ওই আদিবাসী পরিবার বিভিন্ন কালা-জাদু জানত। মরার মাথার খুলি দিয়ে তন্ত্র-মন্ত্র করে এলাকার মানুষকে প্রভাবিত করে ভীত সন্ত্রস্ত করে রাখত (Suspicion Of Witchcraft in Kanksa)। তারই প্রতিবাদ করেছেন তাঁরা। অল্পবিস্তর মারধর করেছে তবে সেভাবে তাঁরা কিছুই করেনি বলেও দাবি অভিযুক্তদের। গ্রামছাড়াও করেননি তাঁরা। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন কাঁকসা ব্লক প্রশাসন।

ABOUT THE AUTHOR

...view details