দুর্গাপুর, 14 মে: পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন লাউদোহা পঞ্চায়েতের মাঝিপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন । মাঝিপাড়া মোড় সংলগ্ন রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা । ঘটনার জেরে প্রায় দু'ঘণ্টা অবরুদ্ধ হয়ে যায় লাউদোহা-অন্ডাল ও দুর্গাপুর যাওয়ার প্রধান রাস্তা । বিক্ষোভের জেরে যানজটের সৃষ্টি হয় উখরা-মাধাইগঞ্জ যাওয়ার মূল রাস্তায় । অবরোধের জেরে নীল বাতি লাগানো প্রশাসনিক কর্তার গাড়িকেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়তে হয় ।
ঘটনাস্থলে যায় লাউদোহা-ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী । ছিলেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ দে, সিআই(বি) পিন্টু সাহা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । অবশেষে ফরিদপুর থানার ওসির আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন । পরে যান চলাচল স্বাভাবিক হয় এলাকায় ।
ঘটনার সূত্রপাত রবিবার বেলা বারোটায় ৷ রাস্তা অবরোধ করেন মাঝিপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ । বিক্ষোভরত বাহামনি হেমব্রম ও ফুলমণি হেমব্রমরা জানান, এলাকায় জলকষ্ট বহুদিনের । এ বারের জলকষ্ট আরও তীব্র আকার নিয়েছে ৷ কারণ একে তো অনাবৃষ্টি, তার উপর তীব্র গরম । তাঁদের এলাকা অর্থাৎ ঝাঁজড়া মাঝিপাড়ায় পিএইচই-র জলের লাইন রয়েছে ৷ তবে সেগুলিতে জল অনিয়মিত আসে, যা পর্যাপ্ত নয় এলাকার মানুষদের জন্য । এলাকায় তৈরি করা হয়েছে জলের ট্যাঙ্কার কিন্তু সেখানেও জল নেই । আর সে কারণেই জলের সংকট তীব্র আকার নেওয়ায় আজ রাস্তা অবরোধের নামতে বাধ্য হয়েছেন বলে জানান তাঁরা ।