আসানসোল, 15 জানুয়ারি:একদিকে যখন সরকারি অ্যাম্বুলেন্সের অভাবে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য বাড়ছে ঠিক তখনই দেখা গেল নষ্ট হচ্ছে সারে-সারে সাজানো অত্যাধুনিক ট্রমা অ্যাম্বুলেন্স ও একাধিক শববাহী গাড়ি (Govt Ambulance Damaging in Asansol) ৷ কিছুদিন আগেই সরকারি অ্যাম্বুলেন্স না-পেয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়ার চোটে স্ত্রী-র মৃতদেহ কাঁধে নিয়ে যেতে দেখা গিয়েছিল বাবা ও ছেলেকে ৷ জলপাইগুড়ি সদর হাসপাতালের ভিতরে কোথাও মেলেনি সরকারি অ্যাম্বুলেন্স বা শববাহী গাড়ি ৷ পরিবর্তে সরকারি হাসপাতালের ভিতরে দেখা গিয়েছিল বেসরকারি অতিরিক্ত ভাড়ার অ্যাম্বুলেন্স ৷ সেই থেকেই প্রশ্ন উঠতে শুরু করে ৷ অথচ আসানসোল পৌরনিগম এলাকার ছবিটা পুরো ভিন্ন ৷
আসানসোল পৌরনিগমের সেন্ট্রাল স্টোরে চারটি শববাহী ভ্যান ও দু'টি অত্যাধুনিক ট্রমা অ্যাম্বুলেন্স এবং দুটি সাধারণ অ্যাম্বুলেন্স খোলা আকাশের নিচে পড়ে থেকে কার্যত নষ্ট হচ্ছে । ইটিভি ভারতের ক্যামেরায় এমনই দৃশ্য ধরা পড়ল । কেন ব্যবহার করা হচ্ছে না এই সাধারণ মানুষকে পরিষেবা প্রদানকারী এই গাড়িগুলি তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি থেকে শুরু করে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ।
আরও পড়ুন :শববাহী গাড়ি ভাড়ার টাকা নেই, হাসপাতাল থেকে কাঁধেই মায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল ছেলে