আসানসোল, 6 সেপ্টেম্বর : কোভিড পরিস্থিতিতে দীর্ঘ বন্দিদশার পর এবার মুক্তির আস্বাদ এনে দিল ভারতীয় রেল । আজ দুর্গাপুর থেকে ভারত দর্শন ট্রেন চালু করল ভারতীয় রেল । এই সফরে একসঙ্গে পঞ্চজ্যোতির্লিঙ্গ সহ বিভিন্ন তীর্থক্ষেত্র ঘোরা ও দেখার সুযোগ পাবেন পর্যটকরা । আসানসোল স্টেশনে আজ এই ট্রেন ঢোকার পর যাত্রীরা রেলের এই উদ্যোগকে স্বাগত জানান ।
রেল সূত্রে জানা গিয়েছে, 10 রাত্রি 11 দিনের এই ভ্রমণ প্যাকেজ । এই ভ্রমণে সাধারণ স্লিপার ক্লাসে ঘোরা, খাওয়া এবং আশেপাশের দর্শনীয় স্থান দেখার জন্য বাসের ব্যবস্থা করবে রেল । এই ভ্রমণে পাঁচটি জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অব ইউনিটি দেখা যাবে । প্রথম টুর করে ট্রেনটি দুর্গাপুরে ফিরবে 16 সেপ্টেম্বর । এই সফরে উজ্জয়িনী, ওঙ্কারেশ্বর, বদোদরা (স্ট্যাচু অব ইউনিটি), সোমনাথ, দ্বারকা, নাগেশ্বর এবং কাশী বিশ্বনাথ ভ্রমণ করবেন যাত্রীরা । 12 দিনের ট্রেনের এই ট্যুরে রয়েছে বিশেষ ব্যবস্থা । পুরো প্যাকেজের জন্য মাথাপিছু লাগছে 12000 টাকা । আজ আসানসোলে 4 নম্বর প্ল্যাটফর্ম ট্রেনটি এসে দাঁড়ালে যাত্রীরা রেলের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দেন ।
Bharat Darshan Train : একসফরে পঞ্চজ্যোতির্লিঙ্গ ভ্রমণের সুযোগ, দুর্গাপুর থেকে যাত্রা শুরু ভারত দর্শন ট্রেনের - Indian Rail
রেল সূত্রে জানা গিয়েছে, 10 রাত্রি 11 দিনের এই ভ্রমণ প্যাকেজ । এই ভ্রমণে সাধারণ স্লিপার ক্লাসে ঘোরা, খাওয়া এবং আশেপাশের দর্শনীয় স্থান দেখার জন্য বাসের ব্যবস্থা করবে রেল । এই ভ্রমণে পাঁচটি জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অব ইউনিটি দেখা যাবে ।
আরও পড়ুন,Darjeeling Toy Train: ভিস্তা ডোম কোচ থেকে পাহাড় দর্শন, দার্জিলিংয়ে ফের চালু হচ্ছে টয়ট্রেন
এক যাত্রী দেবযানী ঘটক জানান, আমরা প্রথমে যাব মধ্যপ্রদেশ ৷ সেখানে দু'টি জ্যোতির্লিঙ্গ দেখব । সেখান থেকে যাব গুজরাত । সেখানেও জ্যোতির্লিঙ্গ দেখার পর, স্ট্যাচু অফ ইউনিটি, মহারাষ্ট্রের নাসিকে ত্রম্বকেশ্বর দর্শন, শেষে সিরিডিতে সাঁইবাবার মন্দির দর্শন করব । আরেক যাত্রী আশিস মুখোপাধ্যায় জানান, খুব ভাল ব্যবস্থা । সাইড সিন দেখার জন্য বাসের ব্যবস্থাও থাকছে । ট্রেনে নিরামিষ খাওয়ার ব্যবস্থা থাকবে ।"