দুর্গাপুর, 16 জুন : ছেলে চন্দ্রকোনার সিভিক ভলান্টিয়ার । আর বাবা চাষি । দুইয়ের উপার্জনেই কোনওরকমে সংসার চলে । তাই অনুব্রত মণ্ডলের ফোন নম্বর পেয়ে তাঁকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন সিভিক ভলান্টিয়ারদের বেতন কবে বাড়বে ? ব্যস, সেই অপরাধেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে দুর্গাপুরে সিবিআই ডেকে পাঠায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা অমিত ঘোষকে (Toto driver and farmer broke down in tears after CBI interrogation)৷ বৃহস্পতিবার সাড়ে সাত হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দুর্গাপুরে হাজিরা দিতে যান অমিতবাবু ৷
অমিতবাবু জানান, চাষাবাদ করেই তাঁর সংসার চলে ৷ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নন । তবে ছেলের জন্য একবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন ৷ আর সেই অপরাধের শাস্তিস্বরূপ তাঁকে বৃহস্পতিবার সশরীরে প্রায় দেড়'শ কিলোমিটার পথ গাড়ি ভাড়া করে এসে সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দিতে হল ।
এদিন সিবিআই জেরা শেষে বেরিয়ে তিনি বলেন, "আমার এই এতগুলো টাকা কে দেবে ? আমি সিবিআই আধিকারিকদের কাছেও এই টাকা দেওয়ার কথা জানিয়েছি ।"