পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Toto Driver allegedly harassed Traffic Police : কুলটিতে কর্মরত ট্রাফিক পুলিশকে হেনস্থার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে

কুলটি থানার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশকে হেনস্থা করার অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে । ঘটনার পরেই টোটো চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায় (Toto Driver allegedly harassed Traffic Police)। ট্রাফিক গার্ডে কর্মরত ওই পুলিশের নাম রঞ্জিত কুমার ঘোষ ৷

Toto driver allegedly harassed the traffic police in Kulti
Toto Driver allegedly harassed Traffic Police

By

Published : May 7, 2022, 8:25 PM IST

কুলটি, 7 মে : ফের টোটো চালকের বেয়াদপী ! এবার কুলটি থানার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে । শুধু তাই নয় তাঁর পুলিশি ইউনিফর্মের বোতাম ছিঁড়ে দেয় ওই টোটো চালক বলে অভিযোগ । টোটোটিকে পুলিশ আটক করতে পারলেও অভিযুক্ত টোটো চালক পালিয়ে যায় । যদিও অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে (Toto driver allegedly harassed the traffic police in Kulti) ।

জানা গিয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডে কর্মরত রঞ্জিত কুমার ঘোষ আজ কুলটির নিয়ামতপুর মোড়ে ডিউটি করেছিলেন । সকালে নিয়ামতপুর লিথুরিয়া রোডে যানজট সৃষ্টি হয় । সেই সময় কর্মরত ট্রাফিক পুলিশ রঞ্জিত কুমার ঘোষ যানজট সরাতে গিয়ে এক টোটো চালককে সরে যেতে বলেন । অভিযোগ, টোটো চালক ট্রাফিক পুলিশ রঞ্জিত কুমার ঘোষের উপর চড়াও হয় এবং কলার ধরে টানাহ্যাঁচড়া ও হেনস্থা করে । যার ফলে ট্রাফিক পুলিশ কর্মীর পোশাকের বোতাম ছিঁড়ে যায় ।

কুলটিতে কর্মরত ট্রাফিক পুলিশকে হেনস্থার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে

আরও পড়ুন :Asansol Govt Camp : আসানসোল সরকারি উন্নয়ন প্রকল্পের ক্যাম্প ফাঁকা ! শুকনো মুখে ঘুরছেন উপভোক্তারা

ঘটনার পরেই টোটো চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায় । পরে টোটোটিকে ট্রাফিক পুলিশ বাজেয়াপ্ত করে এবং নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয় । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত টোটো চালকের সন্ধানে তল্লাশিও শুরু করেছে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details