আসানসোল, ১১ এপ্রিল: কোরোনা আক্রান্ত হয়ে আসানসোল রেলপারের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। আর এই খবর প্রচার হওয়ার পর আসানসোল শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে । পাশাপাশি এই ঘটনার পর কোরোনা আক্রান্তের সংখ্যা স্বভাবতই বাড়বে বলে মনে করছে প্রশাসন । আর তাই গোটা আসানসোল শহরকে সিল করে দেওয়া হল ৷
আজ দুপুর থেকে আসানসোল শহরকে সিল করে দেওয়ার পরিকল্পনা করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। হঠাৎই পুলিশ নেমে আসে রাস্তায়। এরপর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিকে বন্ধ করে দেওয়া হয়। আসানসোল কোর্ট মোড়ে লাগানো হয় ব্যারিকেড। পথচলতিদের পুলিশ আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সঠিক উত্তর না পেলে ফিরিয়ে দেওয়া হয় । আসানসোল জেলা হাসপাতাল মোড়ে আসানসোল দক্ষিণ থানার আধিকারিকের নেতৃত্বে ব্যাপক ধরপাকড় করা হয় । রাস্তায় বেরিয়ে আসা লোকজনদের আটক করা হয় । বেশ কয়েকজন মোটর বাইক আরোহী, টোটো চালককে আটক করে নিয়ে যায় পুলিশ ।